FIFA WC 2022: কাতারে ফুটবল বিশ্বকাপ মাতাতে পারেন এই পাঁচ ডিফেন্ডার
বিশ্বকপে আর্জেন্তিনার রক্ষণের বড় ভরসা লিসান্দ্রো মার্টিনেজ। তথাকথিত ডিফেন্ডারের মতো লম্বা চওড়া চেহারা নয় মার্টিনেজের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তিনি যখন যোগ দেন, তখন তাঁকে নিয়ে প্রচুর প্রশ্নও উঠেছিল। তবে নিজের পারফরম্যান্সে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন সার্থক করতে হলে মার্টিনেজের ভাল খেলাটা জরুরি।
ম্যাঞ্চেস্টারের আরেক ক্লাব সিটির হয়ে খেলা রুবেন ডিয়াজের ওপরও কিন্তু বিশ্বকাপে নজর থাকবে।
বছর দু'য়েক আগে ম্যান সিটি দলে যোগ দিয়ে দলের রক্ষণভাগকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিলেন ডিয়াজ।
এই বিশ্বকাপের অংশগ্রহণকারী প্রবীণতম খেলোয়াড়দের অন্যতম হলেন থিয়াগো সিলভা। তবে বয়স ৩৮ পার করলেও, এখনও তিনিই ব্রাজিল রক্ষণের স্তম্ভ।
ব্রাজিলের হয়ে ইতিমধ্যেই শতাধিক ম্যাচও খেলে ফেলেছেন থিয়াগো সিলভা। তাঁর দিকে নজর থাকবেই।
তালিকায় অ্যান্টনিও রুডিগারকে রাখতেই হবে। বিগত কয়েক মরসুম ধরে সম্ভবত নিজের সেরা ফুটবলটি খেলছেন রুডিগার।
বল হায়ে সুদক্ষ, শক্তিশালী, দৃঢ় মানসিকতার রুডিগার যে কোনও দলেরই সম্পদ।
বর্তমানে সময়ের সেরা ডিফেন্ডারদের তালিকায় একেবারে ওপরের দিকে নাম থাকবে ভার্জিল ভ্যান ডাইকের।
চলতি মরসুমে সেরা ফর্মে না থাকলেও নেদারল্যান্ডস দল কিন্তু বিশ্বকাপে ভাল পারফর্ম করার জন্য অধিনায়ক ভ্যান ডাইকের ওপর অনেকটাই নির্ভরশীল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -