FIFA Women's World Cup: মহিলা বিশ্বকাপে কে সোনালি বল, সোনালি বুটের মালকিন কে?
ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। গত রবিবার ফাইনালে তাঁরা ব্রিটিশদের হারিয়ে দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্পেনের ওলগা কারমানোর গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল স্পেন। এরপর ইংল্য়ান্ড আর গোলশোধ করতে পারেনি।
টুর্নামেন্টে মোট ৫টি গোল করে ও একটি অ্যাসিস্ট করে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছেন জাপানের মিয়াজাওয়া হিনাতা।
গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড জিতেছেন ম্যারি ইয়ার্পস। ইংল্য়ান্ড ফাইনালে জিততে না পারলেও ব্রিটিশ ব্রিগেডে ফাইনালে ওঠার পেছনে অবদান ছিল ম্যারির।
এইটানা বোনমাতি স্পেনের তারকা ফুটবলার। তিনিই এবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছেন। তিনটি গোল করেছেন ও ২টো অ্য়াসিস্ট করেছেন তিনি।
টুর্নামেন্টের ইয়ং প্লেয়ার অ্য়াওয়ার্ড জিতেছেন স্পেনের সালমা প্য়ারাল্লুয়েলো। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বের নজরে এসেছেন তিনি।
গ্রুপ পর্বে জাপানের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে হারতে হয়েছিল স্পেনকে। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -