Argentina Football Team: পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও শেষ ষোলোয় যেতে পারে আর্জেন্তিনা, কীভাবে?
সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা (Fifa World Cup)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছেন মেসিরা। প্রতিপক্ষ পোল্যান্ড। এই ম্যাচ জিতলে শেষ ষোলোয় সরাসরি পৌঁছে যাবে আর্জেন্তিনা। কিন্তু হারলে বা ড্র করলে?
বিশ্বকাপের গ্রুপ সি-তে ২ ম্য়াচের একটি জিতে ও একটি ড্র করে ৪ পয়েন্ট-সহ শীর্ষে রয়েছে পোল্যান্ড। দুই নম্বরে রয়েছে আর্জেন্তিনা। ২ ম্য়াচে ৩ পয়েন্ট মেসিদের।
সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তিন নম্বরে রয়েছে সৌদি আরব।
২ ম্যাচ খেলে এক পয়েন্ট মেক্সিকোর। তারা পয়েন্ট টেবিলে সকলের নীচে।
-বুধবার মেসিরা জিতলে আর্জেন্তিনার পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে সরাসরি শেষ ষোলোয় পৌঁছে যাবে লা আলবিসেলেস্তেরা। বুধবারই গ্রুপের অন্য ম্য়াচে মুখোমুখি মেক্সিকো ও সৌদি আরব। সেই ম্যাচে সৌদি আরব জিতলে তারাও সেক্ষেত্রে পৌঁছে যাবে নক আউটে। ছিটকে যাবে পোল্যান্ড ও মেক্সিকো।
তবে আর্জেন্তিনা যদি ড্র করে? সেক্ষেত্রে মেসিদের পয়েন্ট হবে ৪। পোল্যান্ডের পয়েন্ট হবে ৫। রবার্ট লেয়নডস্কিরা চলে যাবেন নক আউটে। তবে আর্জেন্তিনারও সুযোগ থাকবে পরের পর্বে যাওয়ার। সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরব ম্যাচ গোলশূন্য বা ১-১ ড্র হতে হবে। গোলপার্থক্যে এগিয়ে থাকায় পরের পর্বে যাবেন মেসিরা। মেক্সিকো স্বল্প ব্যবধানে (যেমন ১-০) জিতলেও মেসিরা ড্র করে চলে যাবেন পরের রাউন্ডে।
কিন্তু আর্জেন্তিনা যদি হেরে যায়? তা হলে কোনওভাবেই পরের পর্বে যাওয়া সম্ভব নয় আর্জেন্তিনার। কারণ, মেসিরা ৩ পয়েন্টে আটকে যাবেন। সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরব ম্য়াচ ড্র হলে ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে যাবে সৌদি আরব। এমনকী, মেক্সিকো জিতে গেলে ৪ পয়েন্ট নিয়ে চলে যাবে পরের পর্বে। আর্জেন্তিনাকে গ্রুপ থেকেই বিদায় নিতে হবে।
আর্জেন্তিনার ফুটবল ভক্তরা অবশ্য প্রার্থনা করছেন, অঙ্কের জটিলতায় না গিয়ে যেন পোল্যান্ডকে সরাসরি হারিয়ে দিতে পারেন মেসিরা।
যাতে সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলা যায়। অন্য কোনও দলের ওপর ভরসা না করেই। - ফাইল চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -