FIFA World Cup 2022: বিশ্বকাপে কাদের বিরুদ্ধে মেসি-রোনাল্ডো? সবচেয়ে কঠিন হল কোন গ্রুপ?
২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। অন্যান্যবার বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার কারণে এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল হয়ে গেল বিশ্বকাপের গ্রুপবিন্যাস। এখনও কয়েকটি দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। প্লে-অফ ম্যাচ বাকি। তারই মধ্যে হয়ে গেল গ্রুপবিন্যাস। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
গ্রুপ এ-তে আয়োজক দেশ কাতারের সঙ্গে আছে ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস। এই গ্রুপটি তুলনামূলকভাবে দুর্বল। বড় অঘটন না ঘটলে গ্রুপের সেরা হবে নেদারল্যান্ডস। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
গ্রুপ বি অবশ্য এতটা সহজ হয়নি। এই গ্রুপে আছে ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ওয়েলশ, স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে যে কোনও এতটি দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পর এই গ্রুপে জায়গা পাবে। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
গ্রুপ সি-তে আছে লিওনেল মেসির আর্জেন্তিনা। এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। ফলে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকবে এই গ্রুপের ম্যাচগুলির দিকে। আর্জেন্তিনার পাশাপাশি গ্রু সি-তে আছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
গ্রুপ ডি-তে আছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এছাড়া ডেনমার্ক ও টিউনিশিয়া এই গ্রুপে আছে। পেরু, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কোনও একটি দল প্লে-অফ ম্যাচের ফলের ভিত্তিতে এই গ্রুপে জায়গা পাবে। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
গ্রুপ ই-তে আছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। এছাড়া এশিয়ান ফুটবলের বড় শক্তি জাপানও এই গ্রুপে আছে। কোস্টারিকা ও নিউজিল্যান্ডের মধ্যে যে কোনও একটি দল এই গ্রুপে জায়গা পাবে। ফলে এই গ্রুপ রীতিমতো কঠিন। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
গ্রুপ এফ-এ আছে বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া। গ্রুপ সেরা হওয়ার লড়াই বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মধ্যে হবে। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে কানাডা। তাদের পারফরম্যান্সের দিকে ফুটবলপ্রেমীদের নজর থাকবে। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
গ্রুপ জি-তে আছে এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা এবং একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা ব্রাজিল। এই গ্রুপের বাকি তিনটি দল হল সার্বিয়া, সুইৎজারল্যান্ড ও ক্যামেরুন। সহজ গ্রুপই পেয়েছেন নেমাররা। বড় অঘটন ছাড়া ব্রাজিলেরই গ্রুপের সেরা হওয়া উচিত। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
গ্রুপ এইচ-এ আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, লুই সুয়ারেজের উরুগুয়ে, এশিয়ার শক্তিধর দল দক্ষিণ কোরিয়া ও আফ্রিকার বড় শক্তি ঘানা। ফলে এই গ্রুপ বেশ কঠিন। কোন দুই দল এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাবে, সেটা শেষ ম্যাচ পর্যন্ত বলা সম্ভব নয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/fifaworldcup/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -