IND vs PAK: টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তানের দ্বৈরথে সর্বোচ্চ রানের মালিক কোন তারকা?
ভারত ও পাকিস্তানের মধ্যেকার টি-টোয়েন্টি ম্যাচগুলিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৬৭.৬৬ গড় ও ১১৯.০৬-র স্ট্রাইক রেটে বিরাট নয় ম্যাচে মোট ৪০৬ রান করেছেন।
ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বারংবার জ্বলে উঠেছে মহম্মদ রিজওয়ানের ব্যাট। তিনিই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
৯৬.৫০-র গড় ও ১৩০.৪০-র স্ট্রাইক রেটে রিজওয়ান তিন ম্যাচেই ভারতের বিরুদ্ধে ১৯৩ রান করে ফেলেছেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন পাকিস্তান তারকা শোয়েব মালিক।
তিনি নয় ম্যাচে ভারতের বিরুদ্ধে মোট ১৬৪ রান করেছেন। গড় ২৭.৩৩।
তালিকায় চতুর্থ স্থানেও রয়েছেন আরেকজন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক। তিনি হলেন মহম্মদ হাফিজ।
হাফিজ ২৬ গড় নিয়ে আট ম্যাচে মোট ১৫৬ রান করেছেন, স্ট্রাইক রেট ১১৮.১৮।
তাদের বিরাট কোহলি ছাড়া একমাত্র যুবরাজ সিংহই রয়েছেন। যুবরাজ হাফিজের সমসংখ্যক ম্যাচ খেলে তাঁর থেকে এক রান কম করেছেন।
তিনি ১০৯.৯২-র স্ট্রাইক রেট ও ২৫.৮৩-র গড়ে রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -