Santosh Trophy: জোড়া গোল রবির, নজর কাড়লেন নর হরি, সার্ভিসেসকে হারিয়ে আবারও সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা
৪৭তম বার সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে রবিবার গাচ্চিবউলি স্টেডিয়ামে সার্ভিসেসের মুখোমুখি হয়েছিল বাংলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের খেলায় সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা জয় পায় বটে, তবে এমন নক আউটে যে অতীত ফলাফলের কোনও গুরুত্ব নেই , তা সকলেই জানেন।
কিন্তু ম্য়াচের একেবারে শুরু থেকেই সার্ভিসেসের বিরুদ্ধে দাপট দেখায় বাংলায়। সঞ্জয় সেনের ছেলেদের রুখতে নাজেহাল হতে হয় সাত বারের চ্যাম্পিয়নদের।
মাত্র ১৬ মিনিটে মনোতোষ মাঝি গোল করে বাংলাকে এগিয়ে দেন। সার্ভিসেস দলের ফরোয়ার্ডরা প্রথমার্ধে তেমন কোনও প্রভাবই ফেলতে পারেননি। অপরদিকে বাংলার একের পর এক ঝাঁঝাল আক্রমণে তাঁদের রক্ষণও চাপে পড়ে।
শেষমেশ প্রথামর্ধ শেষ হওয়ার আগেই বাংলা স্টপেজ টাইমে জোড়া গোল করে। তাও এক নয়, দুই দুইটি। একটি গোল আসে রবি হাঁসদার পা থেকে অপরটি করেন নর হরি শ্রেষ্টা।
দুই গোলেই নরহরির অবদান ছিল। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রবিকে অ্যাসিস্ট তো দেনই, পাশাপাশি সুন্দর চিপ শটে নিজেও গোল করেন।
বাংলা দল প্রথমার্ধের গোটা সময়টাই দাপট দেখালেও, দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় সার্ভিসেস কোচের হালকা বদল ও বাংলা দলের একাগ্রতার সামান্য ত্রুটিই সম্ভবত প্রতিপক্ষকে ম্যাচে ফিরে আসার সুযোগ দেয়।
পরিবর্ত হিসাবে মাঠে নেমেই ৫৩ মিনিটের মাথায় সার্ভিসেসের হয়ে প্রথম গোলটি করেন পরিবর্ত হিসাবে নামা বিকাশা থাপা।
৩-২ স্কোরলাইনে ম্যাচ জমে যায়। তবে দাঁতে দাঁত চেপে রক্ষণ ও স্টপেজ টাইমে রবি হাঁসদার গোলে ৪-২ জয় সুনিশ্চিত করে বাংলা।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা এই ম্যাচে দশম ও ১১তম গোলটি করে ম্যাচ সেরা নির্বাচিত হন। ছবি- এআইএফএফ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -