এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Cristiano Ronaldo: দাম ছ'শো কোটিরও বেশি, আছে ওভেন, মাল্টিমিডিয়া সিস্টেম, রোনাল্ডোর নতুন জেট চোখ কপালে তুলতে বাধ্য
Cristiano Ronaldo Private Jet: আগে গল্ফস্ট্রিম জি২০০ জেট ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, তবে তা তিনি বদলে ফেলছেন।
বহুদিন ধরেই ব্যক্তিগত জেট ব্যবহার করেন রোনাল্ডো (ছবি: রোনাল্ডোর ফেসবুক)
1/10

মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠে তাঁর খেলা যেমন নজরকাড়ে, তেমনই মাঠের বাইরেও রোনাল্ডোর জীবনযাপন সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে।
2/10

বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, 'সিআর৭'-র কী নেই? স্বাভাবিকভাবেই তাই রোনাল্ডোর ব্যক্তিগত জীবনও সবসময় চর্চায় থেকেছে। এবার ফের একবার চর্চায় তিনি।
3/10

বহুদিন ধরেই নিজস্ব নাম লেখা পার্সোনালাইজ়ড প্রাইভেট জেট রয়েছে রোনাল্ডোর। তবে নিজের পুরনো গল্ফস্ট্রিম জি২০০ জেট বদলে ফেললেন তিনি।
4/10

আরও উন্নত গল্ফস্ট্রিম জি৬৫০ কিনেছেন রোনাল্ডো, যার ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় ৬২১ কোটি টাকা।
5/10

রোনাল্ডোর নতুন জেটের না না ফিচার শুনলে তাক লেগে যাওয়াটাই স্বাভাবিক। সর্বাধিক ১৯ জন সওয়ারিকে নিয়ে সফর করতে সক্ষম এই জেটের সর্বোচ্চ গতি ৬১০ মাইল প্রতি ঘণ্টা।
6/10

লম্বা সফরের জন্য ১০ জন যাত্রীর শোওয়ার ব্যবস্থাও রয়েছে এই জেটে। ফলে রোনাল্ডোর দীর্ঘ সফর এই জেট আরও আরামদায়ক করে তোলে।
7/10

এছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র যেমন ওয়াই-ফাই, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ, মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে।
8/10

গত জেটে ছিল , এই জেটে রোনাল্ডোর বিখ্যাত 'সিউউউ' সেলিব্রেশনের ছবিসমেত তাঁর নাম লেখা রয়েছে।
9/10

২০২০ সালে দলগত ক্রীড়ায় অংশগ্রহণ করা প্রথম খেলোয়াড় হিসাবে রোনাল্ডো এক বিলিয়ন মার্কিন ডলার আয়ের গণ্ডি পার করেছিলেন। ব্যক্তিগত হোটেল, জিমসহ না না ব্যবসায় তাঁর বিনিয়োগ রয়েছে।
10/10

নিজের অর্থ যাতে তাঁর পরিবারের জীবন যাপন বিভিন্নক্ষেত্রে আরও সুখকর করে তোলে, সেই বিষয়টা নজর রাখেন পর্তুগিজ মহাতারকা। এই বিলাসবহুল জেট কিন্তু ফের একবার এটাই প্রমাণ করে দিল। ছবি: রোনাল্ডোর ফেসবুক
Published at : 14 Jan 2025 08:46 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























