East Bengal FC: হারের হ্যাটট্রিকের অন্ধকার থেকে আলোয় ফেরার লড়াই ইস্টবেঙ্গলের, কী বলছে রেকর্ড?
প্রথম তিন ম্যাচে হারের হতাশা কাটাতে শনিবার জামশেদপুর এফসি-র ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। টানা তিন ম্যাচে হারের জেরে সদ্য দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত। তাই দলের প্রস্তুতির দায়িত্ব আপাতত সহকারী কোচ বিনো জর্জের ওপর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজর্জের তত্ত্বাবধানেই তিন দিন ধরে প্রস্তুতি নেওয়ার পর জামশেদপুর রওনা হয় লাল-হলুদ বাহিনী। ইস্পাতনগরীতে যাওয়ার আগে দলের জয়ে ফেরা নিয়ে আশাবাদী তাদের ভারপ্রাপ্ত কোচ।
লিগ তালিকায় ওপর দিকে থাকা জামশেদপুরের বিরুদ্ধে প্রথম পয়েন্ট অর্জন করার কঠিন চ্যালেঞ্জের প্রস্তুতি নিয়ে বিনো জর্জ সাংবাদিকদের বলেন, ‘দলের ফুটবলারদের ওপর আমার সম্পুর্ণ আস্থা আছে। যথেষ্ট ভাল মানের ফুটবলার ওরা। আমাদের দলও ভাল। নিজেদের স্টাইলে ভাল ফুটবল খেলব আমরা।’
বিনো বলেছেন, ‘দলের সবাই যথেষ্ট পরিশ্রম করছে এটা ঠিকই যে গত তিনটি ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি, অনেক ভুল করেছি। গত কয়েকদিন ধরে সেই ভুলগুলি শোধরানো হয়েছে। আমি জানি, আমাদের ছেলেরা আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে। নিজেদের দায়িত্ব সম্পর্কে ছেলেরা ওয়াকিবহাল। ওরা জানে ওদের এখন কী করতে হবে।’
চলতি আইএসএলে তিনটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখা হয়ে ওঠেনি ইস্টবেঙ্গল এফসি-র। এমনকী ড্র-ও করতে পারেনি কোনও ম্যাচ।
১৩টি দলের মধ্যে তারাই একমাত্র দল, যারা তিন রাউন্ডের পরেও পয়েন্টের খাতা খুলতে পারেনি। শুরুতেই টানা তিন ম্যাচে হারের পর দলের দায়িত্ব ছেড়েছেন গত মরশুমে দলের দায়িত্ব নেওয়া স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত।
এই অবস্থার মধ্যেই শনিবার বিকেলে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে কলকাতার দল। সাম্প্রতিক ফলের বিচারে ইস্টবেঙ্গলের বিপরীত মেরুতে দাঁড়িয়ে ইস্পাতনগরীর দলটি। আরব সাগর পাড়ের দুই দল এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি-কে হারানোর পরে তারা গত ম্যাচে প্রতিবেশী ওড়িশা এফসি-র কাছে হারে। তা সত্ত্বেও অবশ্য প্রথম পাঁচের মধ্যেই রয়েছেন হাভিয়ে সিভেরিওরা।
এই হাভিয়ে সিভেরিও গত মরশুমের মাঝখানে ইস্টবেঙ্গল ছেড়ে চলে যান, যেমন গিয়েছিলেন বোরহা হেরেরাও। সেই বোরহা গত ম্যাচে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে হ্যাটট্রিক করে এফসি গোয়া-কে চলতি লিগের প্রথম জয় এনে দেন। সিভেরিও-ও এই ব্যাপারে স্বদেশীয় বোরহাকে অনুসরণ করবেন না তো?
লাল-হলুদ শিবিরের দুই নির্ভরযোগ্য বিদেশি সল ক্রেসপো ও দিমিত্রিয়স দিয়ামান্তাকসের ফিট নন। ফরেয়ার্ড ক্লেটন সিলভা ও ডিফেন্ডার হিজাজি মাহের, মোটেই ভাল ফর্মে নেই। ফরাসি মিডফিল্ডার মাদি তালাল তাই প্রায় একা পড়ে যাচ্ছেন।
আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ তিনটি ম্যাচে হারেনি জামশেদপুর এফসি। শেষ ম্যাচে তারা ঘরের মাঠে জয়ও পেয়েছে। সৌ: আইএসএল মিডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -