ISL Derby: ১০৩ বছর আগে প্রথমবার মুখোমুখি, এশিয় ফুটবলের সবচেয়ে পুরনো দ্বৈরথের ইতিহাস জানেন?
আজ আইএসএলের ডার্বি। শুধু বাংলার নয়, শুধু ভারতের নয়। এশিয়া মহাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ বলা যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ তৈরি হবে ভারতীয় ফুটবলের নয়া মাইলফলক। আজ এই ডার্বি ৪০০ তম ম্য়াচ। এখনও পর্যন্ত ৩৯৯ বার কলকাতার ২ প্রধান মুখোমুখি হয়েছে।
ইতিহাস বলছেন ১৯২১ সালে কোচবিহার কাপের সেমিফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। ইস্টবেঙ্গল জিতেছে ১৪২ বার এবং মোহনবাগান জিতেছে ১৩০ বার।
প্রথম যেদিন দু দল মুখোমুখি হয়েছিল, সেই ম্য়াচটি ড্র হয়েছিল। এরপর থেকে ১২৭ বার দু দলের দ্বৈরথ ড্র হয়েছে।
ইতিহাস বলছেন, ১৯২০ সালে জোড়াবাগানের সঙ্গে দ্বৈরথ ছিল মোহনবাগানের। কিন্তু ম্য়াচ ঘিরে ঝামেলা শুরু হয়। এরপর জোড়াবাগানের সহ সভাপতি সুরেশ চন্দ্র চৌধুরী নতুন ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল গড়ে তোলেন।
রাজা মন্মথ নাথ, রমেশ চন্দ্র মজুমদার এবং অরবিন্দ ঘোষের মত ব্যক্তিত্বরা ইস্টবেঙ্গল ক্লাব গড়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন। গঙ্গাপাড়ে নতুন ক্লাবের পথ চলা শুরু হয়।
কলকাতা ডার্বির ইতিহাসে সর্বাধিক বড় ব্যবধানে জয় হল ১৯৭৫ সালে আইএফএ শিল্ড ফাইনালে। যে ম্যাচে মোহনবাগানকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল।
গত ১০ মার্চ শেষবার ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই ম্যাচে ৩-১ গোলে লাল হলুদ বাহিনীকে হারিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ইস্ট-মোহন ডার্বিতে যে কোনও অঘটন ঘটবে না, তার কোনও নিশ্চয়তা নেই। সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে মোহনবাগান এসজি-কে অনেকে এগিয়ে রাখছে ঠিকই। কিন্তু এমন তো আগেও হয়েছে। ডার্বির আগে যে দলকে পিছিয়ে রাখা হয়েছে, শেষ পর্যন্ত তারাই জয়ের হাসি মুখে মাঠ ছেড়েছে।
ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার দুই দল মুখোমুখি হয়েছে মোট আটবার। সাত বারই জিতেছে সবুজ-মেরুন বাহিনী। একবার ড্র হয়েছে। ইস্টবেঙ্গল এফসি আজ পর্যন্ত হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের।
দুই পক্ষেই একাধিক নির্ভরযোগ্য তারকা ফুটবলার রয়েছেন, যাঁদের দিকে তাকিয়ে থাকবেন সমর্থকেরা। প্রতিবারই কলকাতা ডার্বি জন্ম দেয় এক একজন সেরা তারকার। এবারও কি সেরকমই হবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -