Football transfers: এবারের মরশুমে সবথেকে বেশি অর্থের বিনিময়ে দল বদল করেছেন এঁরা
পাঁচ বছরের চুক্তিতে বেনফিকা থেকে ৫৯.৯২ মিলিয়ন ইউরোর বিনিময়ে জায়োও নেভেসকে দলে নিয়েছে প্যারিস সঁ জরমঁ। ইতিমধ্যেই ক্লাবের হয়ে চারটি গোলের অ্যাসিস্ট বাড়িয়ে পর্তগিজ মিডফিল্ডার কিন্তু প্য়ারিসে শুরুটা ভালই করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেভেসের প্রায় একই দামে, ৬০ মিলিয়ন ইউরোয় অ্যাস্টন ভিলা থেকে আল ইত্তিহাদে পারি দিয়েছেন মুসা ডিয়াবি। করিম বেঞ্জেমা, এনগলো কন্তেদের সঙ্গে খেলছেন তিনি।
সম্ভবত এই ট্রান্সফার উইন্ডোতে সবথেকে চর্চিত দল চেলসি। চেলসিতে যেমন অনেক খেলোয়াড় সই করেছেন, অনেকে দলও ছেড়েছেন। পশ্চিম লন্ডনের ক্লাবে যোগ দেওয়া ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন পেদ্রো নেটো।
চেলসির হয়ে ইতিমধ্যেই মাঠে নেমে একটি অ্যাসিস্টও দিয়ে ফেলেছেন পর্তুগিজ তারকা।
দৌড়ে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে তরুণ প্রতিভাবান ফরাসি ডিফেন্ডার লেনি ইয়রোকে দলে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে দুর্ভাগ্যবশত মরশুমের শুরুতেই প্রাক-মরশুমের ম্যাচে আহত হন ইয়রো।
এখনও অবধি প্রতিযোগিতামূলক ম্যাচে ম্যান ইউনাইটেডের হয়ে মাঠেই নামতে পারেননি ইয়রো। সপ্তাহ তিনেক আগে তাঁর পায়ে অস্ত্রোপ্রচার হয়েছে। তবে এই ক্যালেন্ডার বছরে তাঁর খেলাটা বেশ কঠিন বলেই মনে হচ্ছে।
৬৪.৩ মিলিয়ন ইউরোতে বর্নমাউথ থেকে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ডমিনিক সোলাঙ্কি। গত প্রিমিয়ার লিগ মরশুম ১৯টি গোল করেছিলেন ২৬ বছর বয়সি স্ট্রাইকার। তারই সুফল পেলেন তিনি।
এই ট্রান্সফার উইন্ডোয় সবথেকে বেশি, ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দল বদল করেছেন জুলিয়ান আলভারেজ়। ম্যান সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।
অল্প বয়স এবং প্রতিভায় ভরপুর আলভারেজ় কিন্তু অ্যাটলেটিকোর জন্য বর্তমান ও ভবিষ্যতের সম্পদ হতে চলেছেন। ম্যান সিটি প্রধান স্ট্রাইকার হিসাবে আরলিং হালান্ডের উপস্থিতিই সম্ভবত আলভারেজ়কে দল বদলে করতে বাধ্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -