Lionel Messi: ৩৭ ছুঁলেন মেসি, জন্মদিনে ফিরে দেখা ফুটবল যুবরাজের কেরিয়ারের সেরা কিছু মুহূর্ত
আর্জেন্তিনা ফুটবল দলের অধিনায়ক। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা। নিজের দীর্ঘ কেরিয়ারে এখনও পর্যন্ত কোপা, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ ও অন্যান্য ঘরোয়া লিগ জিতেছেন মেসি। রেকর্ড আটটি ব্যাঁ ডি অর ঝুলিতে রয়েছে মেসির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৪ সালের ১৬ অক্টোবর বার্সায় অভিষেক মেসির। এস্প্যানিওলের বিরুদ্ধে প্রথম ম্য়াচে পরিবর্ত হিসেবে খেলতে নেমেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২২ দিন।
২০০৫ সালে হাঙ্গেরির বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মেসির। পরিবর্ত হিসেবে মাঠে নামলেও কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কিছুক্ষণের মধ্যেই।
২০০৭ সালে কোপা দেল রে-র প্রথম লেগে গেটাফের বিরুদ্ধে বিশ্বমানের গোল করেন মেসি। প্রতিপক্ষের ৬ ফুটবলারকে ড্রিবল করে এসে গোল করেছিলেন মেসি।
আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে প্রথম সবচেয়ে বড় কৃতিত্ব অলিম্পিক্স সোনা। ২০০৮ বেজিং অলিম্পিক্সে ফাইনালে নাইজেরিয়াকে হারিয়েছিল আর্জেন্তিনা।
২০০৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বার্সেলােনা ২-০ গোলে জেতে। সেটি ছিল মেসির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা।
চিলির বিরুদ্ধে ২০১৬ কোপা ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি। কিন্তু সেই বছরই ফের অবসর ভেঙে ফিরে আসেন।
২০২০ সালে বার্সার হয়ে খেলার সময় ক্লাবের জার্সিতে ৬৪৪ তম গোলটি করেছিলেন রিয়াল ভাল্লাডোলিডের বিরুদ্ধে। ভেঙে ফেলেছিলেন পেলের যে কোনও একটি ক্লাবের হয়ে করা সর্বাধিক গোলের রেকর্ড। স্যান্তোসের হয়ে পেলে ৬৪৩টি গোল করেছিলেন।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বেশি ব্যাঁল ডি অর মেসির ঝুলিতে। তিনি আটবার এই ট্রফি জিতেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে রয়েছে পাঁচটি ব্য়াঁল ডি অর।
২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতেন মেসি। আর ২০২২ সালে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন এলএমটেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -