Fifa World Cup: বড় বড় নাম, যাঁদের কাতার বিশ্বকাপে দেখা যাবে না
লিভারপুলের মিডফিল্ডার গত অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় চোট পেয়েছিলেন আর্থুর মেলো। তাঁকে পাওয়া যাবে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহ্যামস্ট্রিংয়ে চোটের জন্য কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পিএসজির সেন্টার ব্য়াক কিমপেম্বে।
কাফ মাসলে চোটের জন্য় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পর্তুগালের দিয়েগো জটা। তিনি লিভারপুলের ফরোয়ার্ড।
বিশ্বকাপের জন্য সেনেগাল স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সাদিও মানে। কিন্তু চোট রয়েছে তাঁর। তবে প্রথম দিকের ২ টো ম্যাচে হয়ত খেলতে পারবেন না তিনি।
হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরলেও এখনও রিহ্যাবে রয়েছেন। ফ্রান্সের জাতীয় দলের তারকা প্লেয়ার কন্তে।
জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কো রুইস। গোড়ালির চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি।
আর্জেন্তিনার মিডফিল্ডার গ্লোভানি সেলসোও হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছে কাতার বিশ্বকাপ থেকে।
হাঁটুর চোটের জন্য় দীর্ঘ কয়েক মাস মাঠের বাইরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবা। তাঁকেও দেখা যাবে না কাতারে।
আর্জেন্তিনার পাওলো দিবালা। জাতীয় দলের স্কোয়াডে থাকলেও চোটের জন্য আদৌ তিনি মাঠে নামতে পারবেন কি না শেষ মুহূর্তে তা বলা মুশকিল।
চেলসির হয়ে খেলা ইংল্যান্ডের ২২ বছরের রাইট ব্যাক রিস হাঁটুর চোটের জন্য এবার কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন।
জার্মানির তরুণ ফুটবলার টিমো ওয়ের্নার। গোড়ালির চোটের জন্য কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -