RG Kar Doctor Death Incident: নজিরবিহীন প্রতিবাদ, আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে ইস্টবেঙ্গল, মোহনবাগান মিলেমিশে একাকার
নিরাপত্তার আশঙ্কার কথা জানিয়ে গতকালই ডুরান্ড কাপের কলকাতা ডার্বি বাতিল করা হয়েছিল। ম্যাচে নাশকতার ছক হানা হচ্ছিল বলে দাবি করা হয় পুলিশের তরফে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ডার্বি ভেস্তে গেলেও যুবভারতীর সামনে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, তিন প্রধানের সমর্থকরাই আর জি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে রাস্তায় নামেন।
সেই আন্দোলনে ধস্তাধস্তি থেকে একসময় লাঠিচার্জ করে যুবভারতীর সামনে জমায়েত হঠায় পুলিশ। আটক করা হয় বেশ কিছু প্রতিবাদরত সমর্থককে।
সমর্থকরা যুবভারতীর সামনে কোনওভাবেই নিজেদের প্রতিবাদ থামাননি। প্রিজন ভ্যানের সামনে বসেও পড়েন সমর্থকরা। শেষমেশ আটক করা সমর্থকদের ছাড়ে পুলিশ।
তবে বৃষ্টি, পুলিশি অতিসক্রিয়তা, কোনওকিছুই দমাতে পারেনি সমর্থকদের। দুপুর থেকে বিকেল হয়ে রাত গড়িয়ে এলেও, যুবভারতীর সামনে নিজেদের প্রতিবাদে অনড় ফুটবলসমর্থকরা।
পুলিশ নেই বলে ম্যাচ বাতিল, সমর্থকদের প্রতিবাদ ঠেকাতে এত পুলিশ এল কোথা থেকে? প্রশ্ন প্রতিবাদরত সমর্থকদের।
সমর্থকদের এই প্রতিবাদে, আর জি কর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে তিন প্রধানের সমর্থকদের সঙ্গে পথে নামেন শুভাশিস বসু। মোহনবাগান অধিনায়কের সঙ্গে ছিলেন তাঁর বাগদত্তা কস্তুরি ছেত্রীও।
সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি দ্রুত ন্যায়বিচারের দাবিতে আওয়াজ তোলেন শুভাশিস।
প্রতিবাদে সামিল ছিলেন টলিপাড়ার পরিচিত মুখ ঊষসী চক্রবর্তীও।
সমর্থকদের প্রতিবাদে পথে দেখা যায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকেও। তিনি কলকাতা ম্যাচ বাতিলের তীব্র প্রতিবাদ জানান। এক সময় তাঁকে মাইকিং করে জনতাকে শান্ত করতেও দেখা যায়। ছবি: এবিপি আনন্দ-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -