Santosh Trophy: সন্তোষ চ্যাম্পিয়নদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের কোন কোন পদে হল চাকরি?
অবশেষে প্রতিশ্রুতির বাস্তবায়ন। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার সকালে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে সকল খেলোয়াড়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।
অনুষ্ঠানে ছিলেন আই এফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, এগজিকিউটিভ সচিব সুফল রঞ্জন গিরি, বেঙ্গল অলিম্পিক্স সংস্থার সভাপতি চন্দন রায় চৌধুরী।
দলের এই সাফল্যে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত কোচ সঞ্জয় সেন। তিনি বলেন, 'শুধুমাত্র ফুটবল নয়, বাংলার প্রত্যেকটা খেলার জন্যই এটা একটা অনুপ্রেরণা। সরকার আজ যেটা দিয়েছে, তা থেকে বাংলার প্রত্যেকটা খেলোয়াড় উদ্বুদ্ধ হবে।'
বাংলা সন্তোষ চ্যাম্পিয়ন হওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছিলেন। তারপরই তিনি কৃতি ফুটবলারদের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন।
শনিবার আইএফএ দফতরে সরকারি কাগজপত্রে সই করেন ফুটবলাররা। আর বুধবার ধনধান্য অডিটোরিয়ামে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সন্তোষ ট্রফি জয়ী ফুটবলাররা পুলিশে চাকরি পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে চাকরি দেওয়া হচ্ছে।
কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। সঞ্জয় সেনের প্রশিক্ষণে। এ নিয়ে ৩৩বার ভারতসেরা হল বাংলা।
হায়দরাবাদের ফাইনালে বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা। কলকাতায় ফেরার পর থেকেই সংবর্ধনা ও পুরস্কারে ভাসছেন ফুটবলাররা। যদিও কোচ সঞ্জয় সেন সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন, যেন পা মাটিতে থাকে। ছবি - আইএফএ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -