IPL 2022 Auction: আইপিএলের নিলামে অনেক দর উঠতে পারে এই বোলারদের
আগামী ১২ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম বেঙ্গালুরুতে। সেখানে নিলামে বড় দর উঠতে পারে অনেক তারকা বোলারের ওপরই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। গত কয়েক বছর ক্রিকেটের সব ফর্ম্যাটে জাতীয় দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছেন তিনি।
আসন্ন নিলামে মহম্মদ শামিকে দলে নেওয়ার চেষ্টা করবে যে কোনাে ফ্র্যাঞ্চাইজি। তাঁকে ছেড়ে দিয়েছে পঞ্জাব কিংস। পাশাপাশি ডেথ ওভারেও বোলিংয়ে পারদর্শী শামি।
আরসিবির সর্বোচ্চ উইকেট শিকারি যুজবেন্দ্র চাহাল। ১১৩ ম্যাচে ১৩৯ উইকেট পেয়েছেন। তাঁকেও ছেড়ে দিয়েছে আরসিবির। এবার তাঁকে পাওয়ার জন্যও ঝাঁপাতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজি।
নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। তিনিও আইপিএলের অন্য়তম সফল বোলার।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ট্রেন্ট বোল্ট। এবার নিলামে এই তারকা পেসারের দর উঠতে পারে আকাশছোঁয়া।
দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাদা দীর্ঘদিন ধরে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁকে যদিও এবার নিলামের জন্য ছেড়ে দিয়েছে দিল্লি।
ভারতের তারকা লেগস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে শেষ মরসুমে দিল্লির হয়ে খেলেছেন। আইপিএলে ১৫০ উইকেটের মালিক হতে আর ৫ উইকেট চাই অশ্বিনের।
আইপিএলে ১৬৪ ইনিংসে বল করেছেন অশ্বিন। দেশের অন্যতম অভিজ্ঞ তারকা। দিল্লি এবার ছেড়ে দিয়েছে। পুরনো দল সিএসকে নিতে পারে অশ্বিনকে।
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলউড গত মরসুমে চেন্নাই সুপার কিংস দলের অংশ ছিলেন। তবে এবার তিনি নিলামের অংশ। নিলামে মোটা অঙ্কের টাকাও পেতে পারে জশ হ্যাজেলউড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -