ODI World Cup 2023: ব্যাট হাতে নিলেই চার-ছক্কার ফুলঝুরি, কামিন্সদের ত্রাস হয়ে উঠতে পারবেন বিরাট, রোহিতরা?
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে বিশ্বকাপ খেলছেন। প্রথমবার জাতীয় দলের জার্সিতে নেতৃত্বভার সামলাচ্চেন ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত রোহিত শর্মা চলতি বিশ্বকাপে ১০টি ইনিংস খেলে ৫৫০ রান করেছেন। শুরুতে ওপেনিংয়ে নেমেই প্রতিপক্ষ বোলারদের মনোবল নষ্ট করে বিস্ফোরক ব্যাটিং করছেন হিটম্য়ান।
তাালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক ওপেনার শুভমন গিল। তিনি শুরুর দিকে ডেঙ্গির জন্য প্রথম দুটো ম্য়াচ খেলতে পারেননি।
গিল চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮ ইনিংস খেলেছেন। মোট ঝুলিতে পুরেছেন ৩৪৬ রান। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমে লম্বা পার্টনারশিপ গড়ছেন।
আগের ম্যাচে পেশির টান লাগায় ব্যাটিংয়ের মাঝেই ক্রিজ ছেড়েছিলেন। পরে মাঠে নামলেও বেশি বল খেলতে পারেননি। আশা করা যায় আমদাবাদে গিলের ব্য়াটে ঝড় দেখা যাবে। আর এই মাঠ গিলের আইপিএল দল গুজরাত টাইটান্সের ঘরের মাঠও।
তিন নম্বর পজিশনে ভারতীয় ব্যাটিং বিভাগের মেরুদণ্ড বিরাট কোহলি নামবেন। চলতি বিশ্বকাপে ৭১১ রান ঝুলিতে পুরেছেন একশোর ওপর গড়ে ব্য়াটিং করে।
বিরাট চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভাঙছেন ও গড়ছেন। ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরির মালিক হয়েছেন সচিনকে টেক্কা দিয়ে। বিশ্বকাপেও এক মরসুমে সর্বাধিক রানের মালিক কিং কোহলি।
২০১৯ বিশ্বকাপের সময়ও ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের চার নম্বর ব্যাটার কে হবেন, তা নিয়ে হাজারো প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর মিলেছে, যাঁর নাম শ্রেয়স আইয়ার।
চলতি বিশ্বকাপে প্রথম চার ম্যাচে সেভাবে রান আসেনি শ্রেয়সের ব্যাটে। কিন্তু পরের ম্যাচগুলোতে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করে গিয়েছেন এই ডানহাতি।
সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট কোহলির পাশাপাশি শতরান হাঁকিয়েছিলেন শ্রেয়সও। এখনও পর্যন্ত ১০ ইনিংসে ৫২৬ রান করেছেন ৭৫-এর ওপর গড়ে।
কে এল রাহুল চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৯ ইনিংস খেলে মোট ৩৮৬ রান করেছেন। লোয়ার অর্ডারে নেমে পেল্লাই পেল্লাই ছক্কা হাঁকাচ্ছেন। একটি শতরানও রয়েছে ঝুলিতে।
সূর্যকুমার যাদব চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সেভাবে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। তবে স্ট্রাইক রেট সূর্যকুমারের বেশ ভাল।
টি-টোয়েন্টি ফর্ম্যাটের এক নম্বর ব্যাটার বিশ্বকাপে ফাইনালে সুযোগ পেলে নিঃসন্দেহে জ্বলে উঠতে চাইবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -