Cricket Update: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই উইকেট নিয়েছিলেন এঁরা
টি-টোয়েন্টি ফর্ম্যাটে প্রথম বলে উইকেট প্রথমবার নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকল কাসপ্রোইচ। তিনি ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টিফেন ফ্লেমিংকে আউট করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের অজিত আগরকর প্রথম বোলার যিনি কুড়ির ফর্ম্যাটে প্রথম বলেই উইকেট নিয়েছিলেন ভারতের হয়ে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্য়াচে তিনি ফিরিয়েছিলেন হার্সেল গিবসকে।
অবাক হলেও সত্যি যে বিশ্বের সেরা ব্য়াটার ভারত অধিনায়ক বিরাট কোহলিও এই তালিকায় রয়েছেন। ২০১১ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নিজের প্রথম বলেই কেভিন পিটারসনের উইকেট তুলে নিয়েছিলেন বিরাট।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নিজের প্রথম বলে গ্রেম স্মিথের উইকেট নিয়েছিলেন জো ডেনলি।
টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই কীর্তি রয়েছে নাথান লিঁয়র। তিনি কুমার সাঙ্গাকারাকে ২০১১ সালে একটি ম্যাচে প্রথম বলেই আউট করেছিলেন।
২০০৯ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের শাকিব আল হাসানকে নিজের প্রথম বলে আউট করেছিলেন প্রজ্ঞান ওঝা।
২০০৭ সালের টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের ব্য়াটারকে ফিরিয়ে দিয়েছিলেন নিজের প্রথম বলে প্রাক্তন অজি পেসার শন টেইট।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকও রয়েছেন তালিকায়। ব্রায়ান লারাকে তিনি একটি ম্যাচে নিজের প্রথম ম্যাচে ফিরিয়ে দিয়েছিলেন।
ওয়ান ডে ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের কিমো পল আফগানিস্তানের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন।
ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমার পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালে ওয়ান ডে ম্যাচে নিজের প্রথম বলেই ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ হাফিজকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -