Hardik Pandya Birthday: ২৯-এ পা দিলেন হার্দিক, সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন তারকা অলরাউন্ডার
আজ ২৯-এ পা দিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলের সতীর্থদের সঙ্গেই এবার নিজের জন্মদিন পালন করেন হার্দিক।
কেক কেটে ও ভারতীয় সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের কেক খাইয়ে জন্মদিন পালন করেন হার্দিক।
জন্মদিনে বন্ধু কেএল রাহুলের সঙ্গে ঘুরতেও বেরোন ভারতীয় অলরাউন্ডার। রাহুল সেই ছবিই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে হার্দিককে জন্মদিনের শুভেচ্ছা জানান।
রাহুল, হার্দিকের সঙ্গে এদিন ভ্রমণসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বিরাট কোহলিও। তিনিও হার্দিক ও রাহুলের সঙ্গে তোলা এক ছবি পোস্ট করেই হার্দিককে শুভেচ্ছা জানান।
হার্দিকের দাদা ক্রুণাল পাণ্ড্যও হার্দিকের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছোট ভাইকে শুভেচ্ছা জানান।
বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন হার্দিক।
সেখানে বাকি সতীর্থদের সঙ্গে কয়েক দফায় অনুশীলনেও সেরে ফেলেছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য়ে হর্দিকের ভূমিকা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -