ICC World Cup 2023: ওয়ান ডে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষে মারক্রাম, আর কে আছেন তালিকায়?
২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। যা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৫২ বলে শতরানের ইনিংস খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স।
কেভিন ও ব্রায়ান রয়েছেন তালিকায়। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গডেছিলেন।
মাত্র ৫০ বলে কেভিন ও ব্রায়ান ইংল্যানডের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার ডানহাতি অভিজ্ঞ ব্যাটার এইডেন মারক্রাম এই তালিকায় শীর্ষে রয়েছেন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকালই নজির গড়েছেন।
মারক্রাম মাত্র ৪৯ বলে শতরান হাঁকিয়েছিলেন গতকালের ম্যাচে। এই রেকর্ড এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন ব্রায়ান।
গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন এই তালিকায়। তিনিও ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে শতরান করেছিলেন।
৫১ বলে নিজের শতরান পূরণ করেছিলেন ম্য়াক্সওয়েল শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে।
এই তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান।
মর্গ্যান ৫৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে। ১৭টি ছক্কা ও ৪টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -