Prasidh Krishna Pics: রাস্তায় সকলের বোলিং অ্যাকশন নকল করতেন, প্রসিদ্ধ কৃষ্ণর অজানা কাহিনি
ওয়ান ডে অভিষেকেই চমক দিয়েছেন কর্নাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুণেতে ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ান ডে-তে ৪ উইকেট তুলে নিয়েছিলেন ডানহাতি পেসার।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেন প্রসিদ্ধ।
কেকেআরের ওয়েবসাইটকে তিনি জানিয়েছেন, ছোটবেলা মোটর সাইকেল রেসিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির ভ্যালেন্তিনো রোসির ভক্ত ছিলেন। সেই থেকেই গতির ওপর ঝোঁক প্রসিদ্ধর। পেসার হিসাবে ক্রিকেট গ্রহে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টাও সেই কারণেই।
প্রসিদ্ধ জানিয়েছেন, ছোটবেলা পাড়ায় টেনিস বলে ক্রিকেট খেলার সময় ব্যাটিং-বোলিং, দুটিকেই সমান তালে ভালবাসতেন।
প্রসিদ্ধ জানিয়েছেন, পরিবারের কেউ তাঁকে ক্রিকেটকে পেশা করার কথা বলেননি। তাঁর শৈশবের কোচ শ্রীনিবাস মূর্থি প্রথম তাঁর উচ্চতা দেখে পেস বোলিং করার পরামর্শ দেন।
প্রসিদ্ধের কথায়, 'মূর্থি স্যারই আমার রানিং, বোলিং অ্য়াকশন-সহ সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো ঠিক করে দেন।'
বিশ্বের সমস্ত বোলারের বোলিং অ্যাকশন নকল করতে পারেন প্রসিদ্ধ।
রাস্তায় হাঁটতে হাঁটতেও সকল বোলারের অ্যাকশন নকল করে দেখাতেন প্রসিদ্ধ। তিনি জানিয়েছেন, এতে করে রাস্তাঘাটে তাঁর ভাই-বোনেরাও অস্বস্তিতে পড়ত।
এমআরএফ পেস ফাউন্ডেশনে গ্লেন ম্যাকগ্রার কাছে ক্লাস করে নিজের বোলিংকে আরও ধারাল করে তুলেছেন প্রসিদ্ধ। ছবি: প্রসিদ্ধ কৃষ্ণর ট্যুইটার হ্যান্ডল থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -