DC-W vs UPW-W: দিল্লির হয়ে ব্যাট, বলে জ্বলে উঠলেন জোনাসেন, ৪২ রানে হারল ইউপি
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামতে হয় মেগ ল্যানিংদের। গত ম্যাচের নায়ক গ্রেস হ্যারিসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউপি ম্যানেজমেন্ট। শবনিম ইসমাইল সুযোগ পান একাদশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে শেফালি ১৭ রানের বেশি করতে পারেননি। তাঁকে সাজঘরে ফেরান থালিয়া ম্যাকগ্রা।
মারিজানে কাপও ১৬ রানের বেশি করতে পারেননি।
অপরপ্রান্তে ল্যানিং নিজের ইনিংস চালিয়ে যান। ৩২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি।
শেষমেশ রাজেশ্বরী গায়কোয়াড় ৭০ রানে ল্যানিংকে (৪২ বলে) সাজঘরে ফেরান। অ্যালিস ক্যাপসি শুরুটা দারুণ আগ্রাসীভাবে করলেও, ১০ বলে ২১ রান করে তাঁকেও সাজঘরে ফিরতে।
দুরন্ত ছন্দে ৪২ রান করেন জেস জোনাসেন। জেমাইমা রডরিগেজও তাঁকে সঙ্গ দেন। তাঁর ৩৪ রানের ইনিংস আসে ২২ বলে। দিল্লি ২১১/৪ রান তোলে।
অধিনায়ক অ্যালিসা হিলির (২৪) ব্যাটে ভর করে শুরুটা ভাল করলেও দুই ওভারের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইউপি ওয়ারিয়ার্স।
গত ম্যাচে চাপের মুখে কিরণ নভগিরে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন বটে। তবে এদিন তিনি সম্পূর্ণ ব্যর্থ। মাত্র দুই রানে তাঁকে ফেরান জোনাসেন।
দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে ইউপির হয়ে লড়াইটা শুরু করেন থালিয়া। চতুর্থ উইকেটে তিনি ও দীপ্তি ৪০ রান যোগ করেন। অবশ্য দীপ্তি ১২ রানের বেশি করতে পারেননি।
৫০ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন থালিয়া। তবে ১৬৯/৫ রানেই শেষ হয় ইউপি ইনিংস। তিন উইকেট নেন জোনাসেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -