In Pics Lakshya Sen Wins Final: বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে যেভাবে 'লক্ষ্য' পূরণ
বিশ্বচ্যাম্পিয়ন শাটলার সিঙ্গাপুরের লোহ কিন ইউ-কে হারিয়ে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস খেতাব জিতলেন লক্ষ্য সেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮ সালে এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিলেন লক্ষ্য।
এই প্রথম বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ প্রতিযোগিতার ফাইনালে ওঠেন লক্ষ্য। প্রথমবারেই খেতাব জিতলেন তিনি।
সেমি-ফাইনালে মালয়েশিয়ার জি ইয়ং নংকে হারিয়ে ফাইনালে পৌঁছন লক্ষ্য। প্রথম গেম হেরে পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে এরপর দারুণভাবে ম্যাচে ফিরে এসে তিনি পরের দুই গেম জিতে ফাইনালে ওঠেন। তরুণ ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৬, ২১-১২।
ফাইনালে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষ হাসি হাসেন লক্ষ্য। এই নিয়ে নিজের কেরিয়ারে তৃতীয় খেতাব জিতলেন তারকা শাটলার।
ফাইনালে ৫৪ মিনিটের ম্যাচে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাল তাঁকে। শুরুটা যদিও ভাল করেন কিয়ান। ৪-২ ব্যবধানে এগিয়ে যান তিনি। কিন্তু তাতে ঘাবড়ে যাননি লক্ষ্য। ম্যাচে ফেরেন তিনি।
প্রথম ভারতীয় শাটলার হিসেবে অভিষেকেই ইন্ডিয়া ওপেনে পুরুষদের সিঙ্গলস খেতাব জিতলেন লক্ষ্য।
গত ডিসেম্বরেই কিদম্বী শ্রীকান্তকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন সিঙ্গাপুরের লোহ কিন ইউ। তবে আজ তাঁকে হারিয়ে দিলেন লক্ষ্য।
প্রকাশ পাড়ুকোনের একাডেমি থেকেই উত্থান লক্ষ্য সেনের। দাদা চিরাগ এবং বাবা দুজনেই জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন তারকা ছিলেন। ফলে ব্যাডমিন্টন ছিল লক্ষ্যর রক্তে। আবার প্রমান করলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -