আইসিসি হল অফ ফেমে সম্মান পেলেন ভিনু মাঁকড়, রান আউট বিতর্ক থেকে ব্যাটিং দাপট, একঝলকে তাঁর ক্রিকেট কেরিয়ার
ভারত-নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে চলতি বছরের হল অফ ফেমের তালিকা ঘোষণা করল ইনটারন্যাশন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে তালিকায় রয়েছেন ভারতের ভিনু মাঁকড়। পাঁচ প্রজন্মের মোট দশ কিংবদন্তি ক্রিকেটারকে হল অফ ফেম তথা ক্রিকেটীয় অবদানের জন্য জীবনকৃতি সম্মান জানিয়েছে আইসিসি।
ভিনু মাঁকড় ক্রিকেট ইতিহাসে অবিস্মণীয় নাম রান আউট বিতর্কের জন্য। ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয় ব্যাটসম্যান বিল ব্রাউনকে রান আউট করেছিলেন তিনি।
বারবার সতর্ক করা সত্বেও বিল নন স্ট্রাইকিং এন্ডের ক্রিজ ছেড়ে বেরোনোয় তাঁকে রান আউট করেন দেন ভিনু। যে আউট ক্রিকেট ইতিহাসে মাঁকড়ীয় আউট হিসেবে স্থান করে নেয়। আউটটির পক্ষে-বিপক্ষে এখনও বিভিন্ন রকম যুক্তি খাড়া করেন অনেকেই।
তবে শুধু ওই আউটই নয়, ভিনু মাঁকড় ব্যাট হাতে ভারতের হয়ে অনেক অবিস্মরণীয় ইনিংসের জন্যও বিখ্যাত। সবথেকে উল্লেখযোগ্য ১৯৫২ সালের লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। ম্যাচে ৯৭ ওভার বল করার পাশাপাশি দুই ইনিংসে যথাক্রমে ৭২ ও ১৮৪ রান করেছিলেন ভিনু মাঁকড়।
ভিনুর পাশাপাশি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকার, দক্ষিণ আফ্রিকার অব্রে ফকনার, অস্ট্রেলিয়ার মন্টি নবেল, ওয়েস্ট ইন্ডিজের স্যার লেরি কনস্ট্যানটাইনকাও এবারের হল অফ ফেমে জায়গা পেয়েছেন।
টেস্ট ইতিহাসে ভিনু মাঁকড়ই এমন ৩ ক্রিকেটারের একজন, যারা টেস্ট ক্রিকেটে সব পজিশনেই ব্যাট করেছেন। ক্রিকেট ছাড়ার পর সুনীল গাভাসকারকে কোচিংও করিয়েছিলেন ভিনু মাঁকড়। (ছবি সৌজন্য- গেটি ইমেজেস ও আইসিসি ট্যুইটার)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -