India VS New Zealand : কিউয়ি হোয়াইটওয়াশে শুরু রোহিত-দ্রাবিড় যুগ, ঝলকে সিরিজ সাফল্য
জয়পুর, রাঁচি ও কলকাতা, তিনটি টি২০ ম্যাচেই জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশের মঞ্চে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার এটিই ছিল প্রথম সিরিজ।
অধিনায়ক হিসেবে দুরন্ত শুরুর পাশাপাশি গোটা সিরিজেই উজ্জ্বল ছিল হিটম্যানের ব্যাটও।
ভারতের জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়েরও এটাই ছিল প্রথম পরীক্ষা।
টি২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায়ের পর কিউয়িদের হারিয়ে সিরিজজয় কিছুটা গভীর ক্ষতে মলমের প্রলেপের মতো।
কিউয়ি সিরিজ থেকে সবথেকে বড় প্রাপ্তি একঝাঁক তরুণ তুর্কির জাতীয় দলে উত্তরণ।
ইডেনের গ্যালারি তারিয়ে তারিয়ে উপভোগ করল ভারতের সিরিজজয়।
ক্রিকেটের নন্দন কাননে ৭৩ রানের ব্যবধানে ম্যাচ জেতে ভারত।
জয়পুর ও রাঁচিতে আগের দুই ম্যাচে রান তাড়া করে জিতেছিল রোহিত ব্রিগেড।
টি২০-র পর এবার ফোকাস ফের টেস্টে। চলতি মাসের শেষ থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজ। (ছবি-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -