World Cup Qualifiers: বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নামছেন মেসিরা, কলম্বিয়ায় কড়া নিরাপত্তা
ব্রাজিলে কোপা আমেরিকা হবে কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হল, তারা ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায় অংশ নেবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর্জেন্তিনা ফুটবল সংস্থা থেকে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, ‘ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, আর্জেন্তিনা বরাবরই খেলার পক্ষে। ২০২১ কোপা আমেরিকায় অংশ নেবে আর্জেন্তিনার ফুটবল দল।’
এরই মধ্যে ভারতীয় সময় বুধবার ভোর রাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা।
রাজনৈতিক অস্থিরতার জন্য কলম্বিয়ার মাটি থেকে কোপা আমেরিকা সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ পূর্বনির্ধারিত সূচি মেনেই হচ্ছে।
সেই ম্যাচ খেলতে কলম্বিয়া পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা ফুটবল দল।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আগের ম্যাচে চিলের সঙ্গে ১-১ ড্র করেছিল আর্জেন্তিনা। সেই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন মেসি।
কলম্বিয়ার বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া থাকবে স্কালোনির প্রশিক্ষণাধীন দল।
প্রায় দু'বছর পরে মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা ও কলম্বিয়া।
হামেজ় রদরিগেজ়, রাদামেল ফালকাওয়ের মতো সিনিয়র ফুটবলাররা চোট সমস্যায় এই ম্যাচে কলম্বিয়ার হয়ে খেলতে পারবেন না।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজন করতে বদ্ধপরিকর কলম্বিয়া প্রশাসন। সাড়ে চার হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। মেসিদের নিরাপত্তার সবরকম আয়োজন করেছে সরকার। ছবি: আর্জেন্তিনা ফুটবল সংস্থা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -