World Cup Qualifier 2021: ২ গোলে এগিয়ে গিয়েও ড্র মেসিদের, গোলকিপারের চোট নিয়ে উদ্বেগ
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কলম্বিয়ার সঙ্গে আর্জেন্তিনার ম্যাচ ২-২ গোলে ড্র হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজনৈতিক অস্থিরতার জন্য কলম্বিয়া থেকে কোপা আমেরিকা টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে। তবে কড়া নিরাপত্তায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচ আয়োজিত হয়েছিল কলম্বিয়াতেই।
ম্যাচের শুরু থেকে ছিল নাটকীয়তা আর রুদ্ধশ্বাস লড়াই।
ম্যাচের প্রথম আট মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় আর্জেন্তিনা।
শুরুতেই গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন ক্রিস্তিয়ান রোমেরো।
এরপরই একক দক্ষতায় গোল করে যান লিয়েন্দ্রো পারিদেজ়।
কিক অফের ১০ মিনিটের মধ্য়েই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান লুইস মুরিয়েল। আর ইনজুরি টাইমে সমতা ফেরান মিগুয়েল বোরহা।
মূল্যবান দুই পয়েন্ট হারানোর পাশাপাশি আর একটি বড় ধাক্কা খেয়েছে আর্জেন্তিনা। চোট পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। আঘাতটা বেশ গুরুতর বলেই মনে করা হচ্ছে। কোপা আমেরিকা শুরুর ঠিক মুখে যে ব্য়াপারটা উদ্বেগ বাড়াবে লা আলবিসেলেস্তে শিবিরের।
লিওনেল মেসি পুরো ৯০ মিনিট খেললেও গোল পাননি। তাঁর একটি ফ্রি কিক দুরন্ত ক্ষিপ্রতায় আটকে দেন কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা। ছবি আর্জেন্তিনা ফুটবল সংস্থার ট্যুইটার থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -