Ducks in Cricket Photos: সচিন হোন বা বিরাট, শূন্যের অভিশাপ থেকে ছাড় পাননি
আন্তর্জাতিক ক্রিকেট সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন জাহির খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলজ্জার এই তালিকায় দ্বিতীয় স্থানে ইশান্ত শর্মা। ৩৮ বার কোনও রান করার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন দিল্লির পেসার।
হরভজন সিংহ মোট ৩৭ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন।
তালিকায় চতুর্থ অনিল কুম্বলে। ৩৫ ইনিংসে কোনও রান করার আগেই ফিরেছেন জাম্বো।
তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য করেছেন সচিন তেন্ডুলকর। সব ধরনের ক্রিকেটে মোট ৩৪ বার কোনও রান করার আগেই আউট হয়েছেন মাস্টার ব্লাস্টার।
কর্নাটকের পেসার জাভাগল শ্রীনাথ ৩২ ইনিংসে কোনও রান করার আগেই আউট হয়েছেন।
বোলারদের ঘুম ছুটিয়ে দিতেন বীরেন্দ্র সহবাগ। তবে ৩১ বার তিনি কোনও রান না করেই ফিরেছিলেন।
বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও রয়েছেন তালিকায়। ২৯ বার শূন্য রানে ফিরেছেন কপিল।
সৌরভ গঙ্গোপাধ্যায়ও কপিলের মতোই ২৯ বার কোনও রান করার আগেই আউট হয়েছেন।
২৬ বার কোনও রান করার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে যুবরাজ সিংহকে।
অভিশপ্ত এই তালিকায় ঢুকে পড়েছেন বিরাট কোহলিও। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনি ফিরলেন কোনও রান না করে। ২৬ বার শূন্য রানে ফিরেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে মোট ১৩ বার শূন্য রানে ফিরেছেন কোহলি। তিনি স্পর্শ করলেন সৌরভকে। মহেন্দ্র সিংহ ধোনি ভারতের অধিনায়ক হিসাবে ১১ বার শূন্য রানে ফিরেছেন।
সুরেশ রায়না সব ধরনের ফর্ম্য়াট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৫ বার শূন্য রানে ফিরেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -