Dhoni and Ziva Pics: বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাচ্ছে জিভা, ভাইরাল ছবি
বাবা মহেন্দ্র সিংহ ধোনি ও মা সাক্ষী সিংহ ধোনির সঙ্গে হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছে জিভা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। সৌজন্যে ইনস্টাগ্রাম/ Ziva Singh Dhoni
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনস্টাগ্রামে জিভার নিজের নামে অ্যাকাউন্ট রয়েছে। তার মা-বাবাই অবশ্য সেই অ্যাকাউন্ট দেখাশোনা করেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Ziva Singh Dhoni
জিভার মিষ্টি ছবি দেখে নেটিজেনরা অনেকেই নানা মন্তব্য় করছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Ziva Singh Dhoni
বাবার সঙ্গে জিভার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধোনির অনুরাগীরা এই ছবি দেখে মুগ্ধ। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Ziva Singh Dhoni
সাক্ষী ও জিভার সঙ্গে হিমাচল প্রদেশে একটি কটেজে আছেন ধোনি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Ziva Singh Dhoni
এই ছবিতে ছোট্ট জিভাকে একটি পুতুলের মতোই লাগছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Ziva Singh Dhoni
ছোট থেকেই ক্যামেরার লেন্স জিভার দিকে তাক করা থাকে। ফলে সে ছবি তোলায় অভ্যস্ত হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Ziva Singh Dhoni
- - - - - - - - - Advertisement - - - - - - - - -