India First World Cup Win: ঐতিহাসিক ২৫ জুন, কপিল দেবদের বিশ্বকাপ জয়ের ৩৮ বছর
৩৮ বছর আগে আজকের দিনেই ইতিহাস গড়েছিল কপিল দেব নিখাঞ্জের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ১৯৮৩ সালের ২৫ জুন ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলর্ডসের ব্যালকনিতে বিশ্বকাপ হাতে কপিলের ছবি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম গর্বের ছবি। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা। কপিলের দলের বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল উন্নতির দিকে এগিয়ে গেছে। একইসঙ্গে দেশে ক্রিকেটের জনপ্রিয়তাও বেড়েছে। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
১৯৮৩ সালে কপিলরা যে বিশ্বকাপ জিতবেন, সেটা অনেকেই ভাবতে পারেননি। পরপর দু’বার বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ সেই সময় বিশ্ব ক্রিকেটের সেরা দল ছিল। কিন্তু ভারতীয় দল ফাইনালে মাত্র ১৮৩ রান তুলেও ক্যারিবিয়ানদের হারিয়ে দিয়েছিল। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে ভারতীয় দল মাত্র একটি ম্যাচ জিতেছিল। ১৯৭৯ বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। কিন্তু সেই দলই ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতে নেয়। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিলের অপরাজিত ১৭৫ রান ভারতীয় দলের মানসিকতাই বদলে দেয়। কপিলের এই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা। সেবারের বিশ্বকাপে ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেন কপিল। এছাড়া তিনি ১২টি উইকেটও নেন। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -