Sourav Photoshoot: সঙ্গী ডোনা, চেন্নাইয়ের চল্লিশ ডিগ্রিতেও প্রাণবন্ত সৌরভ
বিজ্ঞাপনের কাজে চেন্নাইয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজকে দেখে ভিড় জমান ভক্তরা। যে সংস্থার হয়ে শ্য়ুটিং করতে গিয়েছিলেন, সৌরভকে স্বাগত জানাতে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করেছিল তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচেন্নাই সফরে সৌরভের সঙ্গী হয়েছিলেন স্ত্রী ডোনাও।
হার্টে তিনটি স্টেন্ট বসেছে সৌরভের। এখন সুস্থ আছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন কাজও সামলাচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট।
চেন্নাইয়ের তাপমাত্রা এখন চল্লিশ ডিগ্রি। প্রবল দাবদাহের মধ্যেও সৌরভ অবশ্য প্রাণবন্ত।
বিজ্ঞাপনী কাজ মসৃণভাবেই সেরেছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
চেন্নাইয়ের তীব্র গরমের মধ্যেও একদিনে প্রায় ১০ ঘণ্টা টানা শ্যুটিং করেন সৌরভ।
সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছেন। এখনও চলছে ওষুধ। সঙ্গে ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া। সৌরভ যদিও চনমনে। ফিরে গিয়েছেন স্বাভাবিক, কর্মব্য়স্ত জীবনে। - সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -