Shikhar Dhawan: ২০২২ সালে ২২ ম্যাচে রান মাত্র ৬৮৮, ধবনের বিশ্বকাপ স্বপ্ন কি শেষ?
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Ind vs SL)। দুটি সিরিজের জন্যই দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুই ফর্ম্যাটের জন্য দুটি আলাদা দল ঘোষণা করা হয়েছে। দুই দলেই কয়েকজন ক্রিকেটার থাকলেও, সুযোগ দেওয়া হয়েছে নতুন মুখদেরও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে অনেককেই বিস্মিত করেছে ওয়ান ডে দলে শিখর ধবনের না থাকাটা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধবন। খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও।
তবে ব্যাটে রান নেই দিল্লির বাঁহাতি ক্রিকেটারের। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ৭, ৮ ও ৩। লিটন দাসদের কাছে সিরিজ হেরে গিয়েছিল ভারত।
তারপরই ছেঁটে ফেলা হল ধবনকে। ওয়ান ডে ক্রিকেটে শেষ ১০ ইনিংসে একটি মাত্র হাফসেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে শুভমন গিল, ঈশান কিষাণরা ছন্দে রয়েছেন।
ভারতীয় বোর্ড সূত্রে খবর, ৩৭ বছরের ধবন নয়, বরং তরুণ প্রজন্মের ওপরই লগ্নি করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
প্রশ্ন উঠছে, তাহলে কি ধবনের আন্তর্জাতিক কেরিয়ার শেষ? পরের বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ধবনকে দলে রাখার সম্ভাবনা ক্ষীণ।
কেউ কেউ বলছেন, বিশ্বকাপের দলে থাকার অপেক্ষা করতে পারেন ধবন। একান্তই সুযোগ না পেলে তিনি অবসরের সিদ্ধান্তও নিতে পারেন।
২০২২ সালটা ভাল যায়নি দিল্লির ক্রিকেটারের। এই বছরে ২২টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ধবন। করেছেন মাত্র ৬৮৮ রান। সর্বোচ্চ স্কোর ৯৭।
ভক্তরা হতাশ। অনেকে ধরেই নিয়েছেন যে, ভারতীয় দলে হয়তো আর দেখা যাবে না ধবনকে। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'সদা হাসিমুখ। কোনও দিন অভিযোগ করেননি। আইসিসি টুর্নামেন্টে দুর্দান্ত রেকর্ড। ধবনের আন্তর্জাতিক কেরিয়ার হয়তো শেষ'।
আরেক জন লিখেছেন, 'অনেক ভাল স্মৃতি উপহার দেওয়ার জন্য গব্বর, তোমাকে ধন্যবাদ'। কারও মতে, আইসিসি টুর্নামেন্টে দুরন্ত রেকর্ড থাকা ধবনের আরও ভাল বিদায় প্রাপ্য ছিল। ছবি - শিখর ধবনের ফেসবুক থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -