Ind vs Ban: বোলারদের ধাক্কায় বেসামাল বাংলাদেশ, প্রথম টেস্টের রাশ ভারতের হাতেবোলারদের ধাক্কায় বেসামাল বাংলাদেশ, প্রথম টেস্টের রাশ ভারতের হাতে
ব্যাট হাতে লড়াকু ৪০ রান। বল হাতে ভেল্কি। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় কে এল রাহুলরা। ভারতের ৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছে ১৩৩/৮।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৭৮/৬ স্কোরে প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত। ৮২ রান করে ক্রিজে ছিলেন শ্রেয়স আইয়ার। তবে বৃহস্পতিবার আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে আউট হয়ে যান তিনি।
যদিও ব্যাট হাতে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন আর অশ্বিন ও কুলদীপ। এর আগে বহুবার চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করতে দেখা গিয়েছে অশ্বিনকে। এদিন তিনি ৫৮ রান করেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৪০ রান করেন কুলদীপ। ৪০৪ রানে শেষ হয় ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ শিবিরকে প্রথম ধাক্কাটা দেন মহম্মদ সিরাজ। ইনিংসের প্রথম বলেই ওপেনার নাজমুল হোসেন শান্ত কট বিহাইন্ড হন। ঘাতক সিরাজ।
ইয়াসির আলিকে (৪ রান) ফিরিয়ে দেন উমেশ যাদব। লিটন দাস ও জাকির হাসানকেও ফিরিয়ে দেন সিরাজ। ৫৬/৪ হয়ে গিয়ে তখন রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।
পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম। তবে এরপরই শুরু হয় কুলদীপের ভেল্কি। চায়নাম্যান স্পিনারের শিকার মুশফিকুর (২৮ রান), শাকিব আল হাসান (৩ রান), নুরুল হাসান (১৬ রান) ও তাইজুল ইসলাম (০)।
দিনের শেষে ১৩৩ রানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ভারতের চেয়ে এখনও ২৭১ রানে পিছিয়ে তারা। ৩৩ রানে ৪ উইকেট কুলদীপের।
১৪ রানে ৩ উইকেট সিরাজের। এখান থেকে ম্যাচ বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শাকিবদের।
ম্য়াচের দ্বিতীয় ছয় উইকেটের বিনিময়ে ২৭৮ রান থেকে নিজেদের ইনিংস শুরু করে ভারতীয় দল। দিনের শুরুতে সব নজর ছিল ৮২ রানে ব্যাট করা শ্রেয়স আইয়ারের দিকে। দিনের শুরুতেই শ্রেয়স জীবনদান পান। তাঁর ক্যাচ ফেলে বাংলাদেশে দল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রেয়স। ৮৬ রানেই ইবাদত হোসেনের বলে বোল্ড হন তিনি।
২৯৩ রানে সাত উইকেট হারিয়ে ফেলে একটু চাপেই পড়ে যায় ভারত। তবে অষ্টম উইকেটে অশ্বিন ও কুলদীপ যাদব ৯২ রানের পার্টনারশিপে ভারতকে ৪০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -