IND vs NZ WTC Final 2021:দ্বিতীয় ইনিংসে আরও ৩০-৪০ রান ম্যাচের রং পাল্টে দিতে পারত, বললেন কোহলি
ভারতকে আট উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নিল নিউজিল্যান্ড। দু’বছর আগেই এই ইংল্যান্ডের মাটিতেই একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল নিউজিল্যান্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্ট ফাইনালে হেরে স্বাভাবিকভাবেই হতাশ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, যোগ্য দল হিসেবেই ফাইনালে জিতেছে নিউজিল্যান্ড। একইসঙ্গে তিনি বলেছেন, দ্বিতীয় ইনিংসে আর ৩০-৪০ রান করতে পারলে ম্যাচের রংটাই হয়ত পাল্টে যেত।
ম্যাচের পর কোহলি বলেছেন, কেন উইলিয়ামসন ও নিউজিল্যান্ড দলকে অভিনন্দন। এই ম্যাচে আরও অসাধারণ উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়েছিল এবং তিনদিনের কিছুটা বেশি সময়ে লক্ষ্যে পৌঁছে যায়। ওরা আমাদের ওপর শুরু থেকেই চাপ বজায় রেখেছিল। ওরা জয়ের যোগ্য দাবিদার।
কোহলি আরও বলেছেন, নিউজিল্যান্ড বোলিংয়ে আমাদের দুই ইনিংসেই রণকৌশল রূপায়ন করতে পেরেছে। দ্বিতীয় ইনিংসে আমাদের ৩০-৪০ রান কম হয়েছে। না হলে ফল অন্যরকম হতে পারত।
সেইসঙ্গে কোহলি বলেছেন, ম্যাচে বৃষ্টি ব্যাঘাত ঘটানোয় দলের ব্যাটিং ছন্দে প্রভাব পড়ে। তিনি বলেছেন, প্রথম দিন বৃষ্টির জন্য খেলা হয়নি। এরপর যখন খেলা শুরু হয়, তখন ছন্দে ফেরাটা মুশকিল হয়ে উঠেছিল। দ্বিতীয় দিন ভারত মাত্র তিন উইকেট হারিয়েছিল। যদি খেলায় ব্যাঘাত না ঘটত, তাহলে আমরা আরও রান করতে পারতাম।
অন্যদিকে কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন বলেছেন, চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি একেবারেই অন্যরকম। সেইসঙ্গে কোহলি ও ভারতীয় দলেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। উইলিয়ামসন বলেছেন, আমি বিরাট ও ভারতীয় দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওরা অসাধারণ দল। ওদের বিরুদ্ধ খেলাটা কতটা কঠিন হতে পারে, তা আমরা জানতাম। আমাদের দল জিততে পারায় আমি খুশি।
নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি একেবারেই আলাদা। প্রথমবার আমরা ক্রিকেট ইতিহাসে কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতলাম। গত দুই বছর ধরে আমাদের দলে যুক্ত প্রত্যেক খেলোয়াড়রাই এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সবার জন্যই এটা একটা ভিন্ন অনুভূতি।
দ্বিতীয় ইনিংসে দলকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রস টেলর। তিনি বলেছেন, এই জয়ের স্মৃতি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। আর কেরিয়ারের মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
ভারতের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন টিম সাউদি। তিনি বলেছেন, দলের সমস্ত খেলোয়াড়রাই দু বছর আগে শুরু হওয়া এই টুর্নামেন্টের একটা দারুণ পরিণতি আশা করছিল।
কেরিয়ারের শেষ টেস্ট খেললেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়াটলিং। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরেই আমরা কঠোর পরিশ্রম করেছি। আর এর সমাপ্তিটা দারুণ হল।
তিনি বলেছেন,চ্যাম্পিয়ন হয়ে কেরিয়ার শেষ করছি। এটা আমার কাছে দারুণ ব্যাপার। এমনটা হবে বলে কখনও আশা করিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -