IND vs PAK Asia Cup 2022: বিরাট, বাবর থেকে শাদাব, চাহাল, ভারত-পাকিস্তান ম্যাচে নজরে এই ১০ তারকা
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যে ম্যাচই খেলুন না কেন, তাঁকে ঘিরে উন্মাদনা থাকবেই। এশিয়া কাপেও তাঁর অন্যথা হবে না। পাশপাশি ভাল ফর্মেও আছেন রোহিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় একেবারে ওপরের সারিতে রয়েছেন বাবর আজম, তাঁকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
বিশ্রাম নিয়ে এশিয়া কাপ দলে ফেরা বিরাট কোহলির রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভাল, তাঁর দিকে নজর থাকাটাই স্বাভাবিক।
রোহিতের ডেপুটি কেএল রাহুলও একা হাতেই ম্যাচের রঙ বদলে দিতে পারেন, বিশ্বকাপের আগে তাঁর ফর্মের দিকে সকলেরই নজর রয়েছে।
শেষ ভারত-পাকিস্তান ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে ছিন্নভিন্ন করে দেওয়া শাহিন আফ্রিদির দিকেও নজর থাকবে। উপরন্তু বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধে ভারতের বর্তমান যা পারফরম্যান্স, সেই কথা মনে করেই শাহিনের দিকে আরও বেশি নজর থাকবে।
বর্তমানে ভারতীয় দলের সম্ভবত সবথেকে ইনফর্ম ব্যাটার সূর্যকুমার যাদব, তিনি কিন্তু একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন। তাঁর দিকে নজর তো থাকবেই।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর পেছনে মহম্মদ রিজওয়ানের দুরন্ত অর্ধশতরানের ভূমিকা রয়েছে। সেই ম্যাচে অপরাজিত ৭৯ রান করেছিলেন রিজওয়ান। সেরা ফর্মে না থাকলেও, তাঁকে অবহেলা করা যায় না।
টি-টোয়েন্টিতে লেগ স্পিনারদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। ভারতের জন্য তাই যুজবেন্দ্র চাহালের ফর্ম শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয়, এশিয়া কাপে জয়ের জন্যও খুব গুরুত্বপূর্ণ।
ভারতীয় দলে যেমন চাহাল আছেন, তেমনই পাকিস্তানের কাছে আছে শাদাব খান। লেগ স্পিনের পাশাপাশি শাদাবের ব্যাটের হাতটাও কিন্তু মন্দ নয়।
পাকিস্তানের হয়ে ফখর জামানের কাঁধেও ব্যাট হাতে গুরুদায়িত্ব থাকবে। টপ অর্ডারে তাঁর ব্যাট চললে পাকিস্তানকে রোখা খুবই মুশকিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -