IND vs SA: আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
রোহিত শর্মাকে দেখা যাবে ওপেনিংয়ে। ব্যাট হাতে সম্প্রতি ছন্দে ফিরেছেন হিটম্যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওপেনিংয়ে কে এল রাহুল নামবেন। রোহিতের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে তাঁকে।
বিরাট কোহলি তাঁর ফেভারিট পজিশন তিন নম্বরে নামবেন। বিশ্বকাপের আগে বিরাটের ব্যাট থেকে আরও বড় ইনিংস দেখতে চাইবেন তাঁর ভক্তরা।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে সূর্যকুমার যাদব নিঃসন্দেহে বড় নাম। আজকের ম্যাচেও তাঁকে অবশ্যই দেখা যাবে।
পেস বোলারদের তালিকায় হর্ষল পটেল থাকছেন অবশ্যই। প্রথম ম্যাচেও ভাল পারফর্ম করেছেন তিনি।
উইকেট কিপার ব্যাটার হিসেবে না হলেও ফিনিশিং দক্ষতার জন্য় একাদশে খেলবেন দীনেশ কার্তিক।
অক্ষর পটেল অস্ট্রেলিয়া সিরিজে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।
ভুবনেশ্বর কুমারের বদলি হিসেবে দীপক চাহার খেলেছিলেন প্রথম টি-টোয়েন্টিতে। ২ উইকেটও তুলে নিয়েছিলেন তিনি।
উইকেট কিপার ব্যাটার হিসেবে হয়ত দেখা যেতে পারে ঋষভ পন্থকে। প্রথম ম্যাচে যদিও ব্যাট হাতে নামার সুযোগ পাননি তিনি।
চাহাল নয়, রবিচন্দ্রন অশ্বিনকেই একমাত্র স্পিনার হিসেবে দেখা যেতে পারে। প্রথম ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারের স্পেলে মাত্র ৮ রান দিয়েছিলেন।
অর্শদীপ সিংহ অবশ্যই একাদশে থাকবেন। প্রথম ম্যাচে একাই তিন উইকেট তুলে বিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -