IND vs SA: ইতিহাস গড়ে সিরিজ জিততে ভারতের চাই আর ৮ উইকেট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের জিততে চাই আর প্রতিপক্ষের ৮ উইকেট। (সব ছবি আইসিসি ও পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান্ডারার্সে দুরন্ত ছন্দে শার্দুল ঠাকুর। এখনও পর্যন্ত ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট তুলে নিয়েছেন তিনি।
তৃতীয় দিনে ১১১ রানের পার্টনারশিপ গড়লেন পুজারা-রাহানে। ২ জনেই এদিন অর্ধশতরান করেন।
ম্যাচের আগে পিঠের ব্যথায় ছিটকে গিয়েছিলেন। তবে তৃতীয় দিনের খেলা শুরুর আগে অনুশীলনে দেখা গেল বিরাট কোহলিকে।
চেতেশ্বর পূজারার ব্যাট থেকে এল গুরুত্বপূর্ণ অর্ধশতরান। কেরিয়ারের ৩২ তম হাফ সেঞ্চুরি করলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ২৪০ রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন এবারও সেই শার্দুলই।
উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে শার্দুলের উল্লাস। বৃহস্পতিবারও তাঁর ও শামি, বুমরার দিকে তাকিয়ে থাকবে দল।
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার কাগিসো রাবাদা। পূজারা- রাহানে ২ জনকেই এদিন ফিরিয়ে দিয়েছিলেন তিনিই। ৩ উইকেট নেন ভারতের দ্বিতীয় ইনিংসে।
বিরাট কোহলির বদলে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। রোহিতের না থাকায় এই সিরিজে তাঁকে ডেপুটি করা হয়েছিল।
ভারতের সামনে সুযোগ রয়েছে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতে আসার। এই মুহূর্তে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -