Ind vs SA ODI: শেষ ৫ ওভারে ৬৩ তুলেও মাত্র ৯ রানে হার, সিরিজে পিছিয়ে পড়ল ভারত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। রোহিত শর্মারা অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধবন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৯ রানে হেরে গিয়েছে ভারত। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে।
বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে যায়। ম্যাচ হয় ৪০ ওভারে।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ২৪৯/৪। ডেভিড মিলার ৬৩ বলে অপরাজিত ৭৫ ও হেনরিক ক্লাসেন ৬৫ বলে অপরাজিত ৭৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত শেষ ৫ ওভারে ৬৩ রান তোলে। তবু ২৪০ রানেই আটকে যায় টিম ইন্ডিয়া। ৯ রানে ম্যাচ হারতে হয় ধবনদের।
৪০ ওভারে ২৫০ রান তাড়া করতে নেমে ৫১ রানে চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারত। সেই পরিস্থিতি থেকেই শ্রেয়স আইয়ারের অর্ধশতরান ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৮৬ রানের ইনিংসের সুবাদে ভারত শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল।
এমনকী শেষ ওভারে ৩০ রান বাকি থাকলেও, তখনও হাল ছাড়েননি সঞ্জু স্যামসন। তবে শামসির বিরুদ্ধে ৪০তম ওভারে ২০ রানের বেশি তুলতে পারেননি তিনি।
শেষমেশ ২৪০ রানেই থামে ভারতের ইনিংস। সঞ্জু ৮৬ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নিয়ে সফলতম বোলার লুঙ্গি এনগিডি।
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ রবিবার রাঁচিতে। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে যে ম্যাচে জিততেই হবে ভারতকে। ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -