Avesh Khan: মাঠ থেকেই বাবার জন্মদিনে উপহার, মন জিতলেন আবেশ
ভারতের জার্সিতে খেলেছেন মাত্র ৬টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে কেন আবেশ খানকে ভবিষ্যতের তারকা হিসাবে চিহ্নিত করা হচ্ছে, তা মধ্যপ্রদেশের তারকা শুক্রবার প্রমাণ করে দিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে আবেশ নিলেন ৪ উইকেট। যার মধ্যে এক ওভারে পরপর ফেরালেন দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটারকে।
তাঁর এক ওভারে পরপর ফেরেন রাসি ফান দার দাসেন, মার্কো জানসেন ও কেশব মহারাজ। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ৮৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যার নেপথ্যে বল হাতে আবেশের দাপট।
এদিনই আবেশের বাবার জন্মদিন ছিল। ম্যাচের শেষে তাঁর সাফল্য বাবাকে জন্মদিনের উপহার হিসাবে উৎসর্গ করেন ডানহাতি পেসার।
আবেশ বলেন, 'আজ আমার বাবার জন্মদিন। এই সাফল্য বাবাকে উৎসর্গ করছি।'
দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে দুরমুশ করে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে রবিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে।
প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৬৯/৬। পঞ্চম উইকেটে ৩৩ বলে ৬৫ রান যোগ করেন দীনেশ কার্তিক ও হার্দিক পাণ্ড্য।
২৬ বলে হাফসেঞ্চুরি করেন কার্তিক। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।
জবাবে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
৮৭ রানই তেম্বা বাভুমাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন স্কোর। সেদিক থেকে লজ্জার রেকর্ডও করে ফেললেন প্রোটিয়ারা। ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -