IND vs SA: আজহারউদ্দিন, সৌরভ, ধোনিরা পারেননি, ইতিহাস তৈরির হাতছানি রোহিতের সামনে
এক-আধ নয়, দীর্ঘ ৩১ বছর। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মাটিতে তিন দশকেরও বেশি সময় ধরে টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। কিন্তু কোনওবার সিরিজ জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅধিনায়ক বদলেছে, দল বদলেছে, বদলে গিয়েছে কোচিং স্টাফ। ফলাফল সেই একই থেকে গিয়েছে।
শুরুটা সেই ১৯৯২ সালে। এবার নবমবারের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় দল। এবার কি টেস্ট সিরিজের কোহিনূর ছিনিয়ে আনতে পারবেন রোহিত শর্মারা (Rohit Sharma)?
দেশের মাটিতে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত এখনও দগদগে ভারতীয় শিবিরের মনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের পর এই প্রথম মাঠে নামবেন রোহিত।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সিরিজ জয়ের অভিযানকে অনেকে 'ফাইনাল ফ্রন্টিয়ার' বলে দেগে দিয়েছেন। সেই যুদ্ধে কি শেষ হাসি হাসতে পারবেন হিটম্যান?
দক্ষিণ আফ্রিকার মাটি থেকে তিনটি মাত্র দেশ টেস্ট সিরিজ জিতেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ভারত তো বটেই, এমনকী, পাকিস্তান, নিউজ়িল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশও কখনও প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজ জেতেনি।
যদিও সেই রেকর্ডে স্বস্তি খুঁজবে, ভারতীয় শিবিরের মানসিকতা এখন সেরকম নেই। বরং হিসেব পাল্টে দিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার মাটিতে আটটি টেস্ট সিরিজ খেলেছে ভারত। তার মধ্যে সাতটিই হেরেছে। একমাত্র ২০১০-১১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে জেতার পর কিংসমিডে দ্বিতীয় টেস্টে জিতে সমতা ফিরিয়েছিল ভারত। নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট ও সিরিজ ড্র হয়েছিল।
তবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচের প্রথম দুদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৩ টেস্ট খেলে মাত্র চারটিতে জিতেছে ভারত। প্রোটিয়া ভূমে ভারতের জয়ের হার মাত্র ১৭.৩৯ শতাংশ। একমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের মাটিতে ভারতের জয়ের হার এর চেয়ে কম। আগামী ১৩ দিনে কি সেই হিসেপ পাল্টাতে পারবেন রোহিত-বিরাট কোহলিরা? ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -