IND vs SA: ধাক্কা খেল ভারতের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি, ডারবানে বৃষ্টিতে পণ্ড হল ম্যাচ
ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুই শক্তিধর দেশের মধ্যে এক জমজমাট ম্যাচ দেখার জন্য ডারবানে অনেকেই ভিড় জমিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সেই আশা পূর্ণ হল না। এক বলও খেলা সম্ভব হল না। এমনকী টসও হয়নি। বৃষ্টিতে ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গেল প্রথম টি-টোয়েন্টি (IND vs SA 1st T20I)।
এই ম্য়াচ ভেস্তে যাওয়ায় জোরাল ধাক্কা খেল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফর্ম্যাটে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ নেই ভারতীয় দলের হাতে।
বাংলার মুকেশ কুমার বা উত্তর প্রদেশের রিঙ্কু সিংহ কি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেবেন?
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, আগামী আইপিএলের পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ম্যাচের আগে থেকেই ডারবানের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঠও কভারে ঢাকা ছিল। ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি।
সেই বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। টসও হয়নি।8
তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মঙ্গলবার, ১২ ডিসেম্বর, জেবারখায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সিরিজ়ের শেষ ম্যাচ জোহানেসবার্গের ১৪ ডিসেম্বর। আজ থেকে সিরিজ় শুরু হলেও, এখনও কিন্তু দলের সঙ্গে রামধনুর দেশে যোগ দেননি দীপক চাহার। ছবি - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -