IND vs ZIM, 1st ODI: রাহুল না গিল, ওপেনিংয়ে কে, সুযোগ পাবেন শাহবাজ? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ
অধিনায়কত্ব গেলেও শিখর ধবনকে প্রথম ওয়ান ডেতে ওপেনিং করতে দেখা যাবেই। ম্যাচের আগের দিন বেশ খোশমেজাজে দেখা গেল তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সিরিজে দলের অধিনায়ক কেএল রাহুল বহুদিন পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন। ম্যাচ প্র্যাক্টিসের জন্য শিখরের সঙ্গে সম্ভবত তিনিই ওপেন করবেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওপেন করে সিরিজ সেরা হয়েছিলেন শুভমন গিল। তবে রাহুল ফেরায় সম্ভবত ওপেনার নয়, বরং তিন নম্বরে ব্যাটে নামবেন শুভমন।
এই সিরিজে সম্ভবত মিডল অর্ডারে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ।
সিনিয়রদের অনুপস্থিতে দীপক হুডা প্রথম একাদশে সুযোগ না পেলেই তা বিস্ময়ের হবে।
ওয়েস্ট ইন্ডিজে ঈশান নয়, প্রথম একাদশে নিয়মিত খেলেছিলেন সঞ্জু স্যামসন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ঈশান থাকলেও, সঞ্জু স্যামসনও সম্ভবত দলে উইকেটকিপার হিসাবে ডাক পাবেন।
ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেদজার অনুপস্থিতিতে প্রথম ওয়ান ডেতে অন্তত অক্ষর পটেলের দলে জায়গা পাওয়া মোটামুটি নিশ্চিত।
শার্দুল ঠাকুর বা দীপক চাহারের মধ্যে একজন নিশ্চিতভাবেই দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে সুযোগ পাবেন। তবে প্রথম ম্যাচে সম্ভবত দীপকই খেলবেন।
দলে দ্বিতীয় স্পিনার হিসাবে কুলদীপ যাদবের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
এই সফরে তিন বিশেষজ্ঞ ফাস্ট বোলারদের মধ্যে সবথেকে অভিজ্ঞ মহম্মদ সিরাজ, প্রথম ম্যাচে সম্ভবত তিনি খেলবেন।
তাঁর সঙ্গে আরেক ফাস্ট বোলিং বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম ম্যাচে জায়গা পেতে পারেন। যদিও আবেশ খান খেললে অবাক হওয়ার কিছুই থাকবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -