IND W vs AUS W: ইংরেজদের পর ঘায়েল অজ়িরা, বাইশ গজে ফের রাজত্ব ভারতের মেয়েদের
লক্ষ্য ছিল মাত্র ৭৫ রানের। ইতিহাস গড়ার হাতছানি ছিল। খুব বেশিক্ষণ সময় নষ্ট করলেন না ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটাররা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত কৌররা।
ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে মোট ৭ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছেন স্নেহ রানা। উল্লেখ্য, এই টেস্টের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত ব্রিগেড।
৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিলেন ২ ভারতীয় ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা।
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও মাত্র ৪ রান করে ফিরে যান শেফালি। তবে তৃতীয় উইকেট জুটিতেই মূলত ভারতের জয় নিশ্চিত করে দেন স্মৃতি ও রিচা।
প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন ২ জনই। এদিনও ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা। যদিও ১৩ রানের ইনিংস খেলেন রিচা।
রিচা ফিরে গেলেও স্মৃতি শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেললেন স্মৃতি। ১২ রান করে অপরাজিত থাকেন জেমাইমা।
দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে গুটিয়ে যায় অজিরা। ৪ উইকেট নেন স্নেহ রানা।
২টি করে উইকেট নেন হরমনপ্রীত কৌর ও রাজেশ্বরী গায়কোয়াড। ১টি উইকেট নেন পূজা বস্ত্রকার।
ইতিহাসে নাম লিখিয়ে উচ্ছ্বসিত হরমনপ্রীত কৌর। বলেছেন, 'রক্ষণাত্মক ক্রিকেট খেলতে চাইনি।' ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -