Sachin on Test Cricket:ধারাভাষ্যকার ও ক্রিকেটপ্রেমীদের ভোটে ‘একুশ শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান’ সচিন
ক্রিকেট টেলিভিশন সম্প্রচারক চ্যানেল স্টারস্পোর্টসের ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞদের একটি প্যানেলের সমীক্ষায় একুশ শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। আর এই দৌড়ে তাঁর খুব কাছেই ছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা। (ছবি সৌজন্যে এএফপি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি ফাইনালের দ্বিতীয় দিনের চা-পানের বিরতির সময় সমীক্ষার ফল ঘোষণা করা হয়। (ছবি সৌজন্যে এএফপি)
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহুর্তগুলি উদযাপনের জন্যই ২১ শতকের সেরা ব্যাটসম্যান বেছে নেওয়ার এই অভিনব উপায় অবলম্বন করেছিল স্টার স্পোর্টস। (ছবি সৌজন্যে এএফপি)
এই উদ্যোগের লক্ষ্য ছিল প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে প্রবীণ ক্রীড়া সাংবাদিক, সম্প্রচারকারী, পরিসংখ্যাণবিদ, বিশ্লেষক, সঞ্চালক সমগ্র ক্রিকেট বিশ্বকে একসূত্রে গ্রন্থিত করা। (ছবি সৌজন্যে এএফপি)
এজন্য সুনীল গাওস্কর, ইয়ান বিশপ, হরভজন সিংহ, শেন ওয়াটসন, স্কট স্টাইরিস, গৌতম গম্ভীর ও প্রখ্যাত সাংবাদিক, কোচদের নিয়ে ৫০ সদস্যের বিচারকমণ্ডলী গঠন করা হয়েছিল। (ছবি সৌজন্যে এএফপি)
ক্রীড়া সম্প্রচারকারী সংস্থা বিচারকমণ্ডলীর অংশ হওয়ার সুযোগ দর্শকদেরও দিয়েছিল। (ছবি সৌজন্যে এএফপি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -