Indian Cricket Team: দ্রাবিড়ের পর্যবেক্ষণে নেটে বিরাটের ব্যাটিং, গুয়াহাটিতে অনুশীলনে নেমে পড়লেন সিরাজও
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আজই গুয়াহাটিতে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোচ রাহুল দ্রাবিড়ের কড়া পর্যবেক্ষণে অনুশীলন সারলেন বিরাট কোহলি।
আহত জসপ্রীত বুমরার বদলি হিসাবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মহম্মদ সিরাজ। তিনিও অনুশীলনে নেমে পড়েছেন।
হর্ষল পটেলের বোলিং নিয়ে হালে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। তাঁকে ভারতীয় কোচিং স্টাফদের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায়।
দীপক চাহার নতুন বলে গত ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন। তাঁকে অনুশীলনে বেশ হাসিখুশিই দেখায়।
অর্শদীপ সিংহ তো গত ম্যাচের সেরা বোলার হয়েছিলেন। তিনিও অনুশীলনে ঘাম ঝড়ালেন।
গত ম্যাচে ভারতীয় দলে কিপার হিসাবে ঋষভ পন্থ সুযোগ পেয়েছিলেন। পরের ম্যাচে দীনেশ কার্তিক সুযোগ পান কি না, তা দেখার বিষয়।
অনুশীলনের ফাঁকেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে উঠতি ক্রিকেটারদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান। তাদের পরামর্শও দেন দ্রাবিড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -