Team India: কাল ধবন টস করতে নামলেই ঘটবে এক অভিনব রেকর্ড
চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে পিঠের চোটের জন্য খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর নেতৃত্ব ছাড়েন কোহলি। তাঁর পরিবর্তে তিন ফর্ম্যাটেই অধিনায়ক করা হয় রোহিতকে। কিন্তু রোহিতের চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেন রাহুল।
এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন রোহিত।
কিন্তু আইপিএলের পর রোহিত ও রাহুল দুজনেরই চোট থাকায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হন ঋষভ পন্থ।
তারপর আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেন হার্দিক পাণ্ড্য।
কার্যত একই সময়ে হওয়া এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক ছিলেন যশপ্রীত বুমরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে রোহিত ফের নেতৃত্বে ফেরেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়ায় অধিনায়কত্ব করবেন শিখর ধবন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -