Jhulan Goswami's Career: চাকদহ থেকে উঠে এসে বিশ্বক্রিকেট শাসন, ফিরে দেখা ঝুলনের বর্ণময় কেরিয়ার
২০০২ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন ঝুলন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি ঝুলনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধেই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটেও অভিষেক ঘটান ঝুলন। ঘটনাক্রমে চার বছর বাদে একই দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকও ঘটান ঝুলন।
চাকদহ থেকে উঠে আসা ঝুলন দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট শাসন করেছেন।
মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে তিনিই সর্বকালের সর্বাধিক ২৫৩টি উইকেট নিয়েছেন।
২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই কণিষ্ঠতম মহিলা বোলার হিসাবে এক ম্যাচে ১০ উইকেট নেন ঝুলন।
দুই বিশ্বকাপ ফাইনালে খেললেও, ঝুলন গোস্বামী একটিও বিশ্বকাপ জিততে পারেননি। এটিই তাঁর কেরিয়ারের সবথেকে বড় আক্ষেপ বলে জানান ঝুলন।
সেই ঝুলনই কাল, ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামবেন।
আইসিসির বিচারে গত দশকের সেরা ওয়ান ডে একাদশের অন্যতম সদস্য ঝুলন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -