IPL 2022: আসন্ন আইপিএলে এই তরুণ ক্রিকেটারদের দিকে থাকবে নজর
আরসিবির জার্সিতে খেলতে দেখা গিয়েছে কর্নাটকের এই ওপেনারকে। গত মরসুমে ১৪ ম্যাচে ৪১১ রান করেছেন। ২০২০ মরসুমও দুর্দান্ত গিয়েছিল দেবদত্ত পাডিক্কালের। ১৫ ম্যাচে করেছিলেন ৪৭৫ রান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে এসেছেন ঈশান কিষাণ। গত মরসুমে ১০ ম্যাচে ২৪১ রান করেছিলেন। এছাড়া আগের মরসুমেও ১৪ ম্যাচে ৫১৬ রান করেছিলেন তিনি।
গত আইপিএলে মরসুমে সবচেয়ে উল্লেখযোগ্য পারফর্মার ছিলেন রুতুরাজ গায়কোয়াড। ১৬ ম্যাচে ৬৩৫ রান করে ছিলেন তিনি। এমনকী বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। ৫ ম্যাচে ৬০৩ রান করে নজর কেড়েছিলেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন পৃথ্বী শ। গত মরসুমে ১৫ ম্যাচে ৪৭৯ রান বানিয়েছিলেন পৃথ্বী।
রাজস্থান রয়্যালসের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ। শেষ মরসুমে খুব একটা ভাল যায়নি রিয়ানের। ১১ ম্যাচে মাত্র ৯৩ রান করেছেন তিনি। তবে আশা করা হচ্ছে যে এবারের মরসুমে তিনি রান পাবেন।
পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএলে খেলতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। গত মরসুমে ১১ ম্যাচে ১৫৩ রান করেছিলেন তিনি। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন শাহরুখ। এবার তাঁর ব্যাটে রান পাওয়া যাবে আশা করা যায়।
কলকাতা নাইট রাইডার্সের গতবারের আবিষ্কার ভেঙ্কটেশ আইয়ার। মধ্যপ্রদেশের এই তারকা অলরাউন্ডার গত আইপিএলে কেকেআরের হয়ে ১০ ম্যাচে ৩৭০ রান করেছিলেন। জাতীয় দলেও টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক করেছেন তিনি।
জম্মু কাশ্মীরের অন্যতম উদীয়মান একজন অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার। শেষ আইপিএলে সানরাইজার্সের হয়ে মাত্র ১১১ রান করতে পেরেছিলেন। কিন্তু আশা করা যায় যে আসন্ন মরসুমে ভাল পারফর্ম করতে পারবেন তিনি।
পঞ্জাব কিংসের জার্সিতে অভিষেক হয়েছিল রবি বিষ্ণোইয়ের। তিনি একজন উদীয়মান লেগস্পিনার। এখনও পর্যন্ত ২৩ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন।
রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা রাহুল চাহার আইপিএলে বেশিরভাগ সময়টাই খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১৭ সাল থেকে আইপিএলে খেলে এই লেগস্পিনার ৪২ ম্যাচে ৪৩ উইকেট পেয়েছেন। তাঁর দিকেও থাকবে নজর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -