KKR vs GT: ৩৯ বলে ৮১ করলেন গুরবাজ, বাকি ৮১ বলে ৯৫ তুলে ম্যাচ হারল কেকেআর!
সব কিছু ঠিকঠাক থাকলে শনিবারের ম্যাচে তাঁর খেলার কথাই নয়। কারণ, টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাট হাতে তিনি ভরসা দিলেও, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর পরিবর্তে ওপেনার হিসাবে সুযোগ দেওয়া হয় জেসন রয়কে। আর সুযোগ পেয়েই ইংরেজ তারকা সফল হন।
পরপর দু'ম্যাচে হাফসেঞ্চুরি করে ওপেনিংয়ে নিজের জায়গা পাকা করে ফেলেন জেসন।
আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের জয়ের অন্যতম নায়কও তিনি।
কিন্তু পিঠের চোটে কাবু হয়ে পড়েন ইংরেজ তারকা। গুজরাত টাইটান্স (KKR vs GT) ম্যাচের ঠিক আগে। যে কারণে ফের দরজা খুলে যায় রহমনুল্লাহ গুরবাজের সামনে।
যিনি হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠেছিলেন। শুক্রবার পুরোদমে প্র্যাক্টিসও করেন।
দলে ফিরেই ফের বিধ্বংসী গুরবাজ। আফগান ক্রিকেটারই শনিবার কেকেআরের রক্ষাকর্তা হয়ে উদয় ঘটালেন। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৩৯ বলে ৮১ রান।
দুশোর ওপর স্ট্রাইক রেট। ৫টি চার। ৭টি ছক্কা। তাঁর সামনে স্বদেশীয় রশিদ খানও ম্লান।
আফগান লেগস্পিনারকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা মনে করা হয়। গুরবাজ তাঁকে সাধারণের স্তরে নামিয়ে আনলেন। ৪ ওভারে ৫৪ রান খরচ করলেন রশিদ।
কেকেআর প্রথমে ব্যাট করে ১৭৯ রান তুলেছিল। ২০ ওভারে। যার মধ্যে ৩৯ বলে ৮১ রান গুরবাজের। বাকি ৮১ বলে উঠেছে মাত্র ৯৫ রান! ১৯ বলে আন্দ্রে রাসেলের ৩৪ রান ছাড়া বাকিটা শুধু লজ্জা আর হতাশার ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -