IPL 2023: জোড়া আইপিএল দেওয়া স্পিনার কি এখন নাইটদের মাথাব্যথা?
বল তাঁর হাত থেকে বেরিয়ে কোনদিকে বাঁক নেবে, বুঝেই উঠতে পারতেন না ব্যাটাররা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুনীল নারাইন (Sunil Narine) যেন এখন অতীতের ছায়া। বোলিং অ্যাকশন বদলাতে বাধ্য হয়েছিলেন।
২০১২ সালে কেকেআর যেবার মহেন্দ্র সিংহ ধোনির ডেরায় গিয়ে সিএসকে-কে হারিয়ে চ্যাম্পিয়ন হল, নারাইন নিয়েছিলেন ২৪ উইকেট। পরের বছর নিয়েছিলেন ২২ উইকেট। ২০১৪ সালে ফের চ্যাম্পিয়ন নাইটরা। সেবারও বাইশ গজে নারাইন নারাইন...। ক্যারিবিয়ান স্পিনার নিয়েছিলেন ২১ উইকেট।
২০১২ সালে কেকেআর যেবার মহেন্দ্র সিংহ ধোনির ডেরায় গিয়ে সিএসকে-কে হারিয়ে চ্যাম্পিয়ন হল, নারাইন নিয়েছিলেন ২৪ উইকেট। পরের বছর নিয়েছিলেন ২২ উইকেট। ২০১৪ সালে ফের চ্যাম্পিয়ন নাইটরা। সেবারও বাইশ গজে নারাইন নারাইন...। ক্যারিবিয়ান স্পিনার নিয়েছিলেন ২১ উইকেট।
তবু তাঁকে আক্রমণ করতে ভয় পেতেন ব্যাটাররা। দ্বিধায় ভুগতেন। যদি ফের স্টাম্প নড়ে যায়। বা উইকেটের সামনে পায়ে আছড়ে পড়ে। যে কারণে ওভার প্রতি মাত্র ৫.৫৭ রান করে খরচ করেছিলেন নারাইন।
এবার সেই কোষাগারেও বর্গি হানা। ১০ ম্যাচে নিয়েছেন মাত্র ৭ উইকেট। ইকনমি? ৮.৭৬।
যে নারাইনকে একটা বাউন্ডারি মেরে ব্যাটাররা কলার তুলে ঘুরে বেড়াতেন, সেই স্পিনারের বলে এখন চার-ছক্কার বন্যা।
ওয়াসিম জাফর বলছেন, 'পরিসংখ্যান তো সকলের হাতেই আছে। যত বেশি খেলা হবে, কোনও বোলারকে খেলা তত বেশি সহজ হয়ে যাবে। ২-৩ মরসুম খেলে ফেললে খুব একটা রহস্য বেঁচে থাকে না।'
তবু নারাইনের সমালোচনায় নারাজ জাফর। কারণ তাঁর উপলব্ধি, এতদিন ধরে রহস্য বজায় রাখাই নারাইনের সাফল্য।
কেকেআর ভক্তরা প্রার্থনা করছেন, ফের যেন নারাইনের ঘূর্ণি কামড় বসায়। নারাইন দলের বোঝা হয়ে থাকুক, সেই অভিজ্ঞতা চান না কেকেআর সমর্থকেরা। - পিটিআই, কেকেআর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -