এক্সপ্লোর
IPL 2025: শাহরুখের দলের তারকা ছিলেন, চলতি মরশুমে কেকেআরের বিরুদ্ধে খেলছেন গোবিন্দার এই জামাই
Nitish Rana: দেশের জার্সিতে নীতীশ তেমন প্রভাব ফেলতে পারেননি। ২টো ওয়ান ডে ম্য়াচে ৭ রান ও ১টি টি-টোয়েন্টি ম্য়াচে ১৫ রান করেছিলেন। তবে তাঁর আইপিএল কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল।
নীতীশ রানা
1/9

দিল্লির তারকা প্লেয়ার। কেকেআরের জার্সিতে বেশ কয়েকটি মরশুম খেলেছেন। গত মরশুমে আইপিএলও জিতেছেন গম্ভীরের দলে থেকে। তিনি নীতীশ রানা।
2/9

কেকেআর তাঁকে রিটেন করেনি চলতি মরশুমের আগে। নিলামেও তাঁকে নেয়নি। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই বাঁহাতি। সোশ্য়াল মিডিয়ায় নাইট ফ্র্যাঞ্চাইজির অপেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
3/9

এরপরই নীতীশকে রাজস্থান রয়্যালস দলে নেয়। নিলামে তাঁকে ৪.২০ কোটি টাকা মূল্যে দলে নেয় রাজস্থান শিবির। কিন্তু নীতীশের আরও একটা পরিচয় রয়েছে।
4/9

নীতীশ বলিউডের বিখ্যাত অভিনেতা গোবিন্দার জামাই। নীতীশের স্ত্রী সাচী মারওয়া গোবিন্দার ভাগ্নী হন।
5/9

সম্প্রতি কিছুদিন আগে দ্য কপিল শর্মা শো-তে অংশ নিয়েছিলেন গোবিন্দার ভাগ্নে অভিনেতা কৃষ্ণা অভিষেক। সেখানেই তিনি জানিয়েছিলেন যে সাচী তাঁর চাচাতো বোন হন।
6/9

অর্থাৎ গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক নীতীশের শ্যালকও। পরবর্তীতে সেই শোয়ে উপস্থিত হয়েছিলেন নীতীশ ও সাচীও।
7/9

দেশের জার্সিতে নীতীশ তেমন প্রভাব ফেলতে পারেননি। ২টো ওয়ান ডে ম্য়াচে ৭ রান ও ১টি টি-টোয়েন্টি ম্য়াচে ১৫ রান করেছিলেন। তবে তাঁর আইপিএল কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল।
8/9

২০১৬ সাল থেকে আইপিএলে খেলে ১০৯ ম্য়াচে ২৬৫৫ রান করেছেন। ১৮টি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। বল হাতে ১০ উইকেটও নিয়েছেন।
9/9

রাজস্থানের জার্সিতে অবশ্য এখনও জ্বলে উঠতে পারেননি। ২টো ম্য়াচ খেলে মাত্র ১৯ রান করেছেন। পুরনো দল কেকেআরের বিরুদ্ধেও ব্যর্থ হয়েছেন নীতীশ। মঈন আলির বলে বোল্ড হয়ে যান।
Published at : 30 Mar 2025 12:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















